ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইউরোপের শ্রমবাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ সাড়ে পাঁচ বছরে সড়কে ঝরেছে ৩৭ হাজার প্রাণ সৌদি আরবে মৃত্যু অর্থের অভাবে দেশে লাশ আনতে পরিবারের অপারগতা সুন্দরগঞ্জে ব্যবসায়ী আনারুলের রোষানলে নিঃস্ব এলাকাবাসী রাণীশংকৈল প্রেসক্লাব ভেঙে গুঁড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার পাইকগাছায় পাটচাষির সোনালি স্বপ্ন অতিবৃষ্টিতে ভেসে গেছে শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নির্বাচন কলারোয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড দোকান বরাদ্দে অনিয়ম কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান সিলেট-৬ এ নারী নেতৃত্বের নতুন সম্ভাবনা সৈয়দা আদিবা হোসেন চৌমুহনীতে সাংবাদিকদের মানববন্ধন-বিক্ষোভ কলমাকান্দায় র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ঈশ্বরগঞ্জে মাদক কারবারি হাড্ডি বাবুসহ ৪ জন গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ভালুকা প্রেসক্লাবের মানববন্ধন তিস্তায় ফের পানি বৃদ্ধি খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট তালতলীতে নৌবাহিনীর অভিযান ৪ কেজি গাঁজাসহ আটক ২ ১৬ বছরে একদিনও আসেননি কলেজে ফের নিয়োগ পাচ্ছেন বরখাস্ত হওয়া ৩ শিক্ষক দক্ষিণ চট্টগ্রামে পাহাড়ে পেয়ারার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার নাঙ্গলকোটে সাবেক মেম্বারের ফাঁসির দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে ব্যবসায়ী আনারুলের রোষানলে নিঃস্ব এলাকাবাসী

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১২:৪০:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১২:৪০:০৮ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জে ব্যবসায়ী আনারুলের রোষানলে নিঃস্ব এলাকাবাসী
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে আ. মতিন সরকার   
সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের দাদন ব্যবসায়ী আনারুল ইসলাম মন্ডলের রোষানলে অর্ধশত এলাবাসী হয়রানিমূলক মিথ্যা মামলায় শিকার হয়ে পথে বসেছেন। এরই প্রতিবাদে গত শুক্রবার বিকালে উপজেলার মজুমদার বাজারে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, দাদন ব্যবসায়ী আনারুল এলাকার সহজ-সরল মানুষের বিপদের সুযোগ বুঝে চড়া সুদে দাদন দিয়ে তাদের নিকট থেকে ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখেন। পরবর্তীতে টাকা পরিশোধ হওয়ার পরও সুকৌশলে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে আসছেন। এ যাবৎকালে ওই এলাকার আব্দুর রশিদ, নলীন চন্দ্র সরকার, সরদার মাসুদার রহমান, মিলন মিয়াসহ কমপক্ষে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আনারুলের রোষানলে ওই এলাকার অন্তত ৫০টি পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। এসব কর্মকাণ্ডে এলাকাবাসী ফুঁসে উঠে মানবন্ধন করেন।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন মৌসুমী বেগম. শাহিদা বেগম, আব্দুর রশিদ, মিলন মিয়া, আব্দুল হামিদ, রাশেদুল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, এইসব কর্মকাণ্ড করে আনারুল আজ জিরো থেকে কোটিপতি হয়েছেন। তিনি চড়া সুদে টাকা দাদন দিয়ে এলাকার সহজ-সরল মানুষের শেষ সম্বল কেরে নিচ্ছেন দিনের পর দিন। তিনি জ্ঞাত আয় বহির্ভূতভাবে টাকা রোজগার করে ধর্মপুর বাজারসহ গাইবান্ধা জেলা শহরে একাধিক বহুতল ভবন নির্মাণ করেছেন। এলাকাবাসী তদন্ত সাপেক্ষে দাদন ব্যবসায়ী আনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য