ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভেঞ্চার ক্যাপিটাল তহবিল করছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগকারীদের ধরে রাখতে পারছে না ঢাকার পুঁজিবাজার ১১ ব্যাংক থেকে ৮৩ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক টানা পাঁচ কার্যদিবস পতনে পুঁজিবাজার পাল্টে যাবে বিশ্ব রাজনীতির গতিপথ গাজা দখলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে নির্বাচন প্রতিহত করার ঘোষণা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক ইয়ামালের গোলে বার্সার গাম্পার ট্রফি জয় রোনালদো জোড়া গোলেও জয় পেলোনা আল নাসর অরল্যান্ডো সিটির কাছে এক হালি হজম করলো মেসির মায়ামি ইতিহাস গড়লেন নারী ফুটবলাররা এশিয়া কাপের আগে দুশ্চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে সমতায় ফিরলো উইন্ডিজরা প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়লো জুনিয়র টাইগাররা র‌্যাংকিংয়ে ১০ নম্বরে নেমে গেলো টাইগাররা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে উত্তীর্ণ ২৯৩ তুরাগে গড়ে উঠেছে অবৈধ গ্যারেজ ও চার্জিং পয়েন্ট ছয় মাসে মাত্র ৫ দিন ক্লাস, ছাত্র দিয়ে করাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খণ্ডিত লাশ : মূলহোতাসহ গ্রেফতার ৩

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:০৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:০৬:৫২ অপরাহ্ন
টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খণ্ডিত লাশ : মূলহোতাসহ গ্রেফতার ৩
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ হত্যার ঘটনায় গত শনিবার দুপুর আড়াইটায় চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মূলহোতা আপেল মাহমুদ সাদেক (৪২), তার স্ত্রী শাওন বেগম (৩২) ও সহযোগী সাজ্জাদ হোসেন রনি (২৫)। গতকাল রোববার রাজধানীর উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১ অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকায় সড়কের ধারে দুটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশ খুলে দেখে এর ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৫ বছর বয়সী অলি মিয়ার মাথাবিহীন আট টুকরো লাশ। নিহতের বাড়ি নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামে। তিনি আরও জানান, মামলার পর র‌্যাব-১ ও র‌্যাব-৭ যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানে চালিয়ে ৯ আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মূলহোতা আপেল মাহমুদ সাদেক, তার স্ত্রী শাওন বেগম ও সহযোগী সাজ্জাদ হোসেন রনিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ব্যক্তিগত শত্রুতার জেরে এবং পূর্বের বিরোধের কারণে অলি মিয়াকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ টুকরো করে ট্রাভেল ব্যাগে ভরে ফেলে রাখা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এক প্রশ্নের জবাবে র‌্যাব-১ এর অধিনায়ক বলেন, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এর পেশায় ব্যবসায়ী। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিদের বসবাসরত বাসার বাথরুমের বাংকারের ওপর থেকে হত্যার আলামত ও লাশ কাটায় স্কু ব্লেট ব্যবহার করা হয় তা উদ্ধার করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য