ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

বাবা হত্যার প্রমাণ চান আনারকন্যা ডরিন

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০২:২০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০২:২০:০১ অপরাহ্ন
বাবা হত্যার প্রমাণ চান আনারকন্যা ডরিন বাবা হত্যার প্রমাণ চান আনারকন্যা ডরিন
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে, সেটি বিশ্বাসই করতে পারছেন না তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনপ্রমাণ হিসেবে তিনি তার বাবার ব্যবহৃত জিনিস অথবা অন্তত এক টুকরো মাংস চানগতকাল রোববার দুপুরে কালীগঞ্জের নিজ বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেনডরিন বলেন, ‘আমার বাবার পরনে শার্ট, প্যান্ট ও জুতা ছিলচোখে সবসময় চশমা পরতেন, পকেটে টুপি এবং ছোট একটা চিরুনি থাকতহাতে দুটি আংটি এবং একটি ব্রেসলেট থাকতআমার কথা হচ্ছে, তার পরনে তো অনেক জিনিস ছিলএকটি জিনিস হলেও আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে, এটা আমার বাবারকিছু না কিছু একটা তো পাওয়া যাবেইনা হলে আমি বিশ্বাস করতে পারছি নাতিনি বলেন, ‘আর যদি কিছুই না পাওয়া যায় তাহলে শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে আর সেটি ডিএনএ টেস্ট করে দিতে হবে যে, এটা আমার বাবার শরীরের একটি অংশএটা আমি দাবি জানাচ্ছিতিনি আরও বলেন, ‘পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রথমে তাকে শ্বাসরোধ করা হয়, পরবর্তীতে জ্ঞান না আসায় তাকে মেরে ফেলা হয়তারপর চুরি বা চাকু দিয়ে প্রথমে তার চামড়া ছাড়ানো হয়, পরে টুকরো টুকরো করে তার মাংস কাটা হয়এই যে ব্যবহৃত চুরি বা চাকু কোনো একটি প্রমাণ হিসেবে আমাকে দেখাতে হবেএটাও আমি দাবি জানাচ্ছিতবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো কিছুই উদ্ধার করতে পারেননি তারাএদিকে এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে দেখতে কলকাতায় গেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলএমপির মরদেহ খুঁজে পাওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেছেনমরদেহের কিছুটা হলেও উদ্ধার করা হবে বলে জানান হারুনহারুন অর রশিদ বলেন, ‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বাহিনী, সিআইডি অনেক কাজ করছে, অনেকদূর এগিয়েছেআমরা আশা করি, খুব দ্রুত তথ্য পেয়ে যাবেনডিবির এ কর্মকর্তা আরও জানান, ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে পাওয়া তথ্য বিনিময় করবে দুই দেশের নিরাপত্তা বাহিনীযুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া মূলহোতা আখতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনতে কলকাতা পুলিশের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চাওয়া হতে পারেগত ১২ মে চিকিৎসার জন্য কলকাতা যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারগণমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ মে তিনি খুন হন২২ মে কলকাতার নিউটাউনের একটি অ্যাপার্টমেন্টে হত্যার আলামত পাওয়া যায়খণ্ডিত লাশ উদ্ধারে গত চারদিন ধরে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স