অর্থনৈতিক রিপোর্টার
বিনিয়োগকারী মুখর হচ্ছে ঢাকার পুঁজিবাজার, কাটছে মন্দাভাব। তবে থাকছে না ধারাবাহিকতা। গেল সপ্তাহে দৈনিক লেনদেনের হিসাব বলছে, প্রথম দিন লেনদেন ছাড়িয়েছে ১১০০ কোটি টাকার ঘর। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। তবে পরের তিন কার্যদিবসে টানা কমেছে লেনদেন। দ্বিতীয় দিনে ২০০ কোটির বেশি কমে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৭৩ লাখ। বাকি দুই কার্যদিবসের একদিন ৮০০ কোটির বেশি আর অন্যদিন লেনদেন ছিল ৭০০ কোটির ঘরে।
এদিকে, আগের দুই সপ্তাহের উর্ধ্বমূখী প্রবণতা ধরে রাখতে পারেনি প্রধান সূচক। সপ্তাহ ব্যবধানে ৩৫ পয়েন্ট হারিয়ে প্রধান সূচক নেমেছে ৫৪০৮ পয়েন্টে। তবে দশমিক ৪ শতাংশ বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি টাকায়। খাতভিত্তিক লেনদেনে, ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন কমেছে ১২ দশমিক এক নয় শতাংশ। তবে, ওষুধ ও কেমিক্যাল খাতে লেনদেন বেড়েছে প্রায় ৩৬ শতাংশ সর্বোচ্চ ১৭৫ শতাংশ বেড়েছে পাট খাতের দৈনিক গড় লেনদেন। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে চারটিই সবচেয়ে ভালো মানের ‘এ’ ক্যাটাগরির আর একটি রয়েছে ‘বি’ ক্যাটাগরির। আর দাম কমতির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৩টি ও ‘বি’ ক্যাটাগরির ২ কোম্পানি রয়েছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেন কমার সঙ্গ বাড়ছে পুঁজিশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যাও। পুঁজিবাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল’র তথ্য, সপ্তাহ ব্যবধানে পুঁজিশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৭১১টি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সর্বশেষ সংবাদ