ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শোকজের পর এবার এনসিপি নেতা নিজামকে বহিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শর্তের বেড়াজালে ত্রয়োদশ নির্বাচনী যাত্রা অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে- রিজভী বিচারপতি ভবনসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধÑ ডিএমপি বন্ধ হলো কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎকেন্দ্রের বাঁধের সব জলকপাট নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন হত্যাকাণ্ডে চার জনের সংশ্লিষ্টতা গ্রেফতার ১৪ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ কারিগরি অধিদফতরের সামনে অবস্থান শিক্ষার্থীদের ভ্যানচালককে হত্যা করে লাশ পুঁতে রাখা হয় উঠানে বিমান ওঠানামায় বাড়ছে ঝুঁকি আদাবরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক প্রাথমিকের জন্য ৪ কোটি ৪ লাখ বই কিনবে সরকার জব্দ সম্পদের ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে দুদক আমতলীতে জাতীয় ও যুব আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে যোগ দিচ্ছেন আনা কেলসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন টেলর সুইফট এবার হত্যার হুমকি পেলেন কমল হাসান
জাতীয় যুব সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:০৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:০৩:৪৬ অপরাহ্ন
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বর্তমান সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ ও নারী নেতারা অংশ নেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি নির্বাচন হয়, তাহলে কবর থেকে আমার শহিদ ভাইকে ফিরিয়ে দিতে হবে, আমার পঙ্গু হওয়া ভাইয়ের হাত ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে আবারও একই সিস্টেমে নির্বাচন হতে যাচ্ছে-তাহলে আমাদের ভাই কেন শহিদ হলো? তিনি জোর দিয়ে বলেন, আগে শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে এনে বিচার করতে হবে, তারপর নির্বাচন হবে। জুলাই সনদ কার্যকর করতে হবে। চাপে ফেলার চেষ্টা চলছে, কিন্তু সই করলে কী বিপদে পড়তে হবে তা আমরা জানি। নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, গণমাধ্যম আগে ছিল হাসিনার মাধ্যম, এখন কোন মাধ্যম- নাম বললে চাকরি থাকবে না। বাংলাদেশে ডিজি আই এফ নামে একটি প্রশাসনিক সংস্থা আছে, যারা কথায় কথায় ‘আয়না ঘরে’ ডাকার হুমকি দেয়। দেশের ট্যাক্সের টাকায় গুলি কিনে যুবকদের বুকে গুলি করা হয়-এটা বন্ধ করতে হবে। আমরা আয়না ঘর ভেঙে দিয়েছি, প্রয়োজনে ডিজি আই এফও ভাঙা হবে। তিনি বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড় পাবে না। কিছু দূতাবাসও চাপে ফেলার চেষ্টা করছে, কিন্তু লাভ হবে না। লাভ যদি নিতে চাও, যুবকদের বুকের ওপর দিয়েই নিতে হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, আমরা চাই সব দলের অংশগ্রহণমূলক রাজনীতি হোক। মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা সহিংসতামূলক রাজনীতি চাই না। সেই রাজনীতিতে আমরা আর ফেরত যেতে চাই না। তিনি বলেন, তরুণরাই সামনে থেকে আন্দোলন করে দেশকে এগিয়ে নিয়েছে। অভ্যুত্থানের একদম সামনে থেকে নারীরাও আন্দোলন করেছে। কিন্তু এমন কোনো রাজনৈতিক নেত্রী নেই, যাদের সাইবার বুলিংয়ের শিকার হতে হয়নি। তিনি আরও বলেন, আমরা দেখেছি, রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। তাই আমাদের এই ইতিবাচক পরিবর্তনের ধারা বজায় রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া। সেই মুক্তির জন্য আমরা রক্ত ঝরিয়েছি, অভিভাবকদের সঙ্গে নিয়ে রাজপথে লড়াই করেছি। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশ বুঝতে পেরেছিল, তরুণদের হাতেই দেশের মুক্তি সম্ভব। যারা বলেন, আমরা ‘বাচ্চা ছেলে’, আমাদের দিয়ে দেশ চলবে না তাদের উদ্দেশে বলতে চাই, ২০২৪-এর সেই আন্দোলনে আমরাই বুক পেতে রক্ত ঝরিয়েছিলাম। তিনি আরও বলেন, আমরা প্রবীণদের নির্দেশ গ্রহণ করি, প্রবীণরাও যেন আমাদের গ্রহণ করেন। প্রবীণ ও যুব প্রজন্ম মিলে ঐক্যবদ্ধভাবে নতুন দেশ গড়ার লক্ষ্যে কাজ করব।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স