ছাতক (সুনামগঞ্জ) থেকে আতিকুর রহমান
ছাতক নৌ পুলিশের অভিযানে সুরমা নদী হতে পাথর ভর্তি স্টিলের তৈরি নৌকাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় দোহালিয়া বাজার সংলগ্ন সুরমা নদী হতে এসব আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের জামালগঞ্জ থানার বাগানী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র আব্দুল আজিদ (৪০) ও ফাজিলপুর গ্রামের নুরুজ্জামালের পুত্র মো. হেলাল মিয়া।
জানা যায়, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর হতে চোরাইভাবে পাথর নৌপথে দিরাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পাথর ভর্তি একটি স্টীলের তৈরি নৌকা এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।এঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা নং-১০ তাং-১৩/০৮/২০২৫ খ্রি. ধারা-১৯৯২ সনের খনি ও খনিজ সম্পদ আইনের ৫ ও তৎসহ ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। আসামেদেরকে ছাতক নৌ পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
