ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ , ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাজারে সব ধরনের সবজির দাম চড়া এনসিপিতে গণহারে পদত্যাগের হিড়িক ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ১৩৪ টুঙ্গিপাড়ায় ছিল কড়া নিরাপত্তা ধানমন্ডি’র ৩২ নম্বরে যেভাবে ১৫ আগস্ট উদযাপন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে হেনস্তার শিকার অনেকে এভাবে চলতে পারে না মুক্তিযুদ্ধের বাংলাদেশ নারীসহ ২৫ শিক্ষকের সঙ্গে প্রতারণার অভিযোগ বাংলাদেশে বিপ্লবের এক বছর, আশা পরিণত হচ্ছে হতাশায় শেখ মুজিব জাতির পিতা নন -নাহিদ ইসলাম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই : ড. ইউনূস ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস ফরিদপুরের আলফাডাঙ্গায় কর্মী সম্মেলনে হট্টগোল, ভুয়া স্লোগান দিয়ে একাংশের বর্জন পোরশায় গৃহিণীকে দিনের বেলা অচেতন করে সর্বস্ব লুট মুলধারার সাংবাদিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে ১৫৯ কোটি টাকার কর ফাঁকির প্রাথমিক প্রমাণ নারী নির্যাতনের অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন- আইএসপিআর সংস্কারের নামে কালক্ষেপণ ভয়ংকর বিপদ ডেকে আনবে : রিজভী তিস্তার পানি কমলেও চরম দুর্ভোগে মানুষ

বাজারে সব ধরনের সবজির দাম চড়া

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৭:২২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৭:২২:৫১ অপরাহ্ন
বাজারে সব ধরনের সবজির দাম চড়া
সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দামে অস্থিরতা দেখা দিয়েছে। পেঁপে ছাড়া সব ধরনের সবজি ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচ ২৮০ টাকা এবং শীতকালীন সবজি সিম ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সরবরাহ বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে ইলিশ। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁও ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় গ্রীষ্মকালীন সবজির বাজার চড়া। সব ধরনের সবজি কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। এসব বাজারে বেগুন প্রকারভেদে কেজিতে ২০ টাকা বেড়ে ১০০ টাকা, বরবটি কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ধুন্দল ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে ঝিঙা ৮০ টাকা, কাঁচামরিচ প্রকারভেদে ২৪০ থেকে ২৮০ টাকা ও পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে করলা দাম ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ১৬০ টাকা, ইন্ডিয়ান গাজর ১৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা ও হাইব্রিড শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এসব বাজারে লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনেপাতা ৪০০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৩০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা পিস, কাঁকরোল ১০০ টাকা, মুলা ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে লাল শাক ২৫ টাকা আঁটি, লাউ শাক ৪০ থেকে ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ৩০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও ডাটা শাক ২ আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৮০ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে সোনালি কক মুরগি কেজিতে ২০ টাকা কমে ৩৪০ টাকা ও সোনালি হাইব্রিড মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি ৩২০ টাকা, সাদা লেয়ার ৩১০ টাকা, ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ টাকা ও দেশি মুরগি ৬৬০ থেকে ৬৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ বাড়লেও গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে ইলিশ। বাজারগুলোতে এক কেজি ওজনের ইলিশ ২১০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ১৬০০ টাকা, ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ১৩০০ টাকা, ৩০০ গ্রামের ইলিশ ৯০০ টাকা ও ১৫০ থেকে ২০০ গ্রামের ইলিশ ৫৫০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক কেজি শিং চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা, দেশি শিং ৮০০ থেকে ১০০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৩৫০ থেকে ৫০০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙাশ ২০০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১২০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৩০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকায় ও পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে গরুর মাংস কেজি প্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংস কেজি প্রতি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারগুলোতে আদার দাম চড়া দেখা গেছে। দেশি আদা ২২০ থেকে ২৪০ টাকা, চায়না আদা ২৬০ টাকা, রসুন দেশি ১০০ টাকা, ইন্ডিয়ান ১৪০ টাকা, দেশি মশুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, ছোলা ১১০ টাকা ও খেসারির ডাল ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে মিনিকেট চাল প্রকারভেদে ৮৫ থেকে ৯২ টাকা, নাজিরশাইল ৮৪ থেকে ৯০ টাকা, স্বর্ণা ৫৫ টাকা ও ২৮ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা, হাঁসের ডিম ২৪০ টাকা ও দেশি মুরগির ডিমের হালি ১১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স