ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ , ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নতুন রাজনৈতিক দলগুলোর হালচাল বিমান সচিবের বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটকে সহযোগিতার অভিযোগ নির্বাচনে আ’লীগের অংশগ্রহণের সমাধান আইনি প্রক্রিয়ায়— বদিউল আলম পোশাক খাতে নতুন সম্ভাবনা চাঁদাবাজকে দেশে থাকতে দেবো না— স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছি : ড. ইউনূস রাজধানীতে পানির ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু দেশে এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে— রিজভী সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রায় শক্তি যোগাবে— ফারুক-ই-আজম দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না : সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া বাজারে সব ধরনের সবজির দাম চড়া এনসিপিতে গণহারে পদত্যাগের হিড়িক ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ১৩৪ টুঙ্গিপাড়ায় ছিল কড়া নিরাপত্তা ধানমন্ডি’র ৩২ নম্বরে যেভাবে ১৫ আগস্ট উদযাপন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে হেনস্তার শিকার অনেকে এভাবে চলতে পারে না মুক্তিযুদ্ধের বাংলাদেশ নারীসহ ২৫ শিক্ষকের সঙ্গে প্রতারণার অভিযোগ বাংলাদেশে বিপ্লবের এক বছর, আশা পরিণত হচ্ছে হতাশায়

দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না : সেনাপ্রধান

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৩:৫২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৩:৫২:৪৮ অপরাহ্ন
দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না : সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শত শত বছর ধরে এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় থাকবে। এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সব নাগরিকেরই সমান অধিকার। গতকাল শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাবো। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে উদযাপন করবেন। আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করবো, প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেবো। তিনি বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে-আমরা সবসময় সম্প্রীতি-সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবো। এই দেশ সবার, আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করবো। সেনাপ্রধান আশা প্রকাশ করেন যে জন্মাষ্টমীর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। তিনি বলেন, এই আদর্শের ভিত্তিতেই আমরা একসঙ্গে বসবাস করবো, সামনে এগিয়ে যাবো। নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজিমপুর-পলাশী এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। এ জায়গা আমার অনেক পুরোনো স্মৃতিবিজড়িত। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স