ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নামের প্রতি সুবিচার করতে এখনও সংগ্রাম করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে তেমন আলো ছড়াতে পারলেন না তিনি। তবে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জয় নিয়ে মাঠ ছাড়ায় হতাশার মাঝেও স্বস্তি পেয়েছেন সাকিব। বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৫১ রান। কুইন্টন ডি ককের ৫৭ আর রোভমান পাওয়েলের অপরাজিত ৫৪ রানে ভর করেই এ সংগ্রহ গড়ে দলটি। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে অ্যান্টিগা শেষ পর্যন্ত ৬ উইকেট ও ২ বল হাতে রেখে জয় তুলে নেয়। সাকিব নেমেছিলেন চার নম্বরে, যখন দলীয় রান ২ উইকেটে ৫৭। বেশ ভালো প্ল্যাটফর্মে নামলেও বড় ইনিংস গড়তে পারলেন না তিনি। আফগান তারকা মুজিব উর রহমানের বলে বড় শট খেলতে গিয়ে লং অনে ধরা পড়েন। ১৩ বলে করেন সমান ১৩ রান। বোলিংয়েও ভাগ্য অনুকূলে ছিল না। অধিনায়ক ইমাদ ওয়াসিম তাকে সপ্তম বোলার হিসেবে ব্যবহার করেন ১৫তম ওভারে। কিন্তু সে ওভারেই কুইন্টন ডি কক ও পাওয়েলের ব্যাটে খেয়ে বসেন একটি ছক্কা ও একটি চার, দেন ১৪ রান। তবে দলের জয়ে আড়ালে চলে যায় সাকিবের ব্যর্থতা। অ্যান্টিগার জয়ের নায়ক ছিলেন কারিমা গোর। তার ৫৩ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। শেষদিকে ফ্যাবিয়েন অ্যালেনের ৬ বলে ১১ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ফ্যালকনস। আগামী ম্যাচে সেন্ট লুসিয়ার বিপক্ষে নামবে অ্যান্টিগা। সাকিবের জন্য সেটিই হতে পারে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ব্যাটে-বলে ব্যর্থতা অব্যাহত রাখলেন সাকিব
- আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৩৯:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৩৯:২৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ