
শেরপুরের ঝিনাইগাতীতে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু


শেরপুর থেকে জি এইচ হান্নান
শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলাতে যাত্রীবাহী লোকাল বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী জোলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে আশরাফ আলী সড়ক পার হচ্ছিলেন। এ সময় শেরপুর থেকে ঝিনাইগাতীগামী ‘পাপিয়া পরিবহনের’ একটি লোকাল বাস তাকে ধাক্কা দেয়। এসময় বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই আশরাফ আলীর মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বাসটিকে আটক করে ব্যাপক ভাঙচুর চালায়। এদিকে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। এতে এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়ে যায়। খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, “বাসটি আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন রয়েছে।” এছাড়াও তিনি আরও বলেন, চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতারের পর প্রাসঙ্গিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ