
শ্যামনগরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন


সাতক্ষীরা থেকে কালিদাস রায়
শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন এলাকাবাসীর ব্যানারে গত শুক্রবার বিকালে উপজেলার নওয়াবেকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা মো. হাবিবুল্লাহ’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের প্রভাষক হারুনার রশিদ, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, এনজিও কর্মী রেজাউল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, খোলপেটুয়া নদীর দু’পাশে থাকা পদ্মপুকুর, আটুলিয়া, কাশিমাড়ীসহ গাবুরা এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের বিভিন্ন অংশের উপকূল রক্ষাবাঁধ প্রতিনিয়ত ভাঙছে। অথচ আওয়ামী লীগের সাবেক এমপি জগলুল হায়দারের ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান বাবু প্রতি রাতে ৩০-৩৫টি বডি ও কার্গো দিয়ে এসব এলাকার চর থেকে ড্রেজিং করে বালু উত্তোলন করছে। স্থানীয়রা আপত্তি জানালে তাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ মামলা হামলার হুমকি দেয়া হচ্ছে। বক্তারা আরো বলেন, প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করলেও প্রশাসন না দেখার ভান করছে। স্থানীয় নৌ পুলিশ এ থেকে অর্থ বাণিজ্য করছে। বক্তারা এসময় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
প্রসঙ্গত এর আগে শ্যামনগরের ভাঙনকবলিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব না হলে গাবুরায় চলমান এক হাজার একুশ কোটি টাকার বাঁধ নির্মাণের মেগা প্রকল্পের কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। তাদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে মেগা প্রকল্পে ব্যয়িত হাজার কোটি টাকা পানিতে যাবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ