
মোরেলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক


মোরেলগঞ্জ (বাগেরহাট) থেকে রাজীব আহসান রাজু
মোরেলগঞ্জে ১০০ ইয়াবাসহ মামুন শিকদার (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ আগস্ট দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সন্ন্যাসী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক মামুন শিকদার শরনখোলা উপজেলার জানের পাড় গ্রামের ছোহরাব শিকদারের ছেলে।
সন্ন্যাসী পুলিশ ফাড়িরর এ এসআই সাজেদুল ইসলাম জানান, মাদকের একটি বড় চালান নিয়ে মামুন শিকদার হাত বদলের জন্য সন্ন্যাসী বাজারের শিকদার মোবাইল সার্ভিসিং সেন্টারে অবস্থান করছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মামুনকে আটক করে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তমেজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক মামুনকে থানায় হস্থান্তরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ