ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন -উপদেষ্টা রিজওয়ানা দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে -তারেক রহমান কর্মকর্তারা কোনো দলের লেজুড়বৃত্তি করতে পারবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যবসা-বাণিজ্যের বিরোধ মীমাংসায় পৃথক আদালতের প্রস্তাব প্রধান বিচারপতির একনেকে ১১ প্রকল্প অনুমোদন ব্যয় ৯৩৬১ কোটি টাকা যুক্তরাষ্ট্র-ভারত শুল্ক আলোচনা বাতিল বন্দরে বিদেশি অপারেটরের বিরোধিতা নয়, সমর্থন করা উচিত: বিকেএমইএ’র সভাপতি মশক নিধনের বাজেট বাড়লেও মশা কমছে না রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে জল্পনা-কল্পনা সীমান্তে প্রবেশের অপেক্ষায় হাজার হাজার রোহিঙ্গা শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রীপুরে পোশাক কারখানার সীমানা প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু শ্রীপুরে পোশাক কারখানার সীমানা প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরা জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে- দুদু ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক কক্সবাজারে চিংড়ির ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ পাঁচ দফা দাবিতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত : রিজভী

শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৪:৪৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৪:৪৭:৩১ অপরাহ্ন
শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) শিক্ষা ক্যাডারে আনুপাতিক হারে ক্যাডার সংখ্যা বন্টনের দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায় শিক্ষা অনুষদের তিন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশগ্রহণ করা ব্যবসায় শিক্ষা অনুষদের তিনটি ডিপার্টমেন্ট হলো- ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইটএম), ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) ও অরগানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল)। গতকাল রোববার দুপুর পৌনে ১টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। অরগানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘৪৯তম স্পেশাল বিসিএসে কিছুদিন আগে ‘ওএসএল’ বিভাগ ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে শিক্ষা ক্যাডার পেয়েছিল। আইবি এবং টিএইচএম প্রক্রিয়াধীন অবস্থায় ছিল। কিন্তু ম্যানেজমেন্ট বিভাগের বিক্ষোভের মুখে পিএসসি তাদের যৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে। শিক্ষা ক্যাডারে এই তিন বিভাগের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিজনেস ফ্যাকাল্টির অন্য ডিপার্টমেন্টের সাথে প্রায় ৭০-৮০ শতাংশ কোর্সে মিল থাকা সত্ত্বেও আমরা শিক্ষা ক্যাডারে বারবার বঞ্চিত হচ্ছি। এ সময় দুটি দাবি উল্লেখ করে তিনি বলেন, সব কলেজে আইবি, টিএইচএম এবং ওএসএল ডিপার্টমেন্ট খুলতে হবে এবং যেহেতু এই তিনটি ডিপার্টমেন্টের সঙ্গে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্য ডিপার্টমেন্টের ৭০-৮০ শতাংশ মিল রয়েছে, সেই আসনগুলি সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। বাকি ৩০ শতাংশ ম্যানজেমেন্টসহ শিক্ষা ক্যাডারের অন্যান্যদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ, আনুপাতিক হারে আমাদের ন্যায্য অধিকার দিতে হবে। ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, আমরা তাদের সঙ্গে (ম্যানেজমেন্টসহ শিক্ষা ক্যাডারে থাকা ব্যবসায় শিক্ষা অনুষদের অন্যান্য বিভাগ) ৭০ শতাংশ মিল রেখে পড়াশোনা করি। তাই ন্যায্যতার ভিত্তিতে এই পদগুলো সবার জন্য উন্মুক্ত করে বাকিটা তাদের জন্য রাখতে হবে। এই ন্যায্যতা শুধু আবেদন করার জন্য, আমার যোগ্যতা প্রমাণ হবে পরীক্ষার মাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স