পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মোঃ আনোয়ার হোসেন কে ১৯ শে আগস্ট মঙ্গলবার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায় মোসাম্মাৎ নাসরিন সুলতানা একজন গৃহেণী গত ২০০৪ সালের ইসলামিক শরিয়া মোতাবেক মোঃ আব্দুল হাই কাফি ৪০ পিতা আলহাজ্ব সোহরাব আলি গ্রাম পশ্চিম হরিপুর থানা পোরশা জেলা নওগাঁ এর শহীদ বিবাহ হয়। তাদের ঘরে একটি ছেলে একটি মেয়ে সন্তান জন্ম নেয় ।গত ২৭-৫-২৫ ইং দুপুর আনুমানিক দুই ঘটিকার সময় নাসরিন সুলতানার স্বামী আব্দুল হাই কাফি বিশেষ প্রয়োজনে চাপায় নবাবগঞ্জ যায় এবং তার মেয়ে খালার বাসা রাজশাহীতে যায় ও ছেলে ছিল মাদ্রাসায়। গত ২৮.৫ ২৫ দিন তারিখ রাত অনুমান ৩ঃ৩০ মিনিটে প্রকৃতির ডাকে বাড়ির গেটের দরজা খুলে বাইরে বাথরুমে যায় ওই সময় তার স্বামী ছেলে ও মেয়ে বাড়িতে না থাকার দুযোগে পূর্ব হতে ওৎ পেতে থাকা উক্ত বিবাদী মোঃ আনোয়ার হোসেন গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকে ঘরে প্রবেশ করে।বাদিনী উক্ত আনোয়ার কে দেখে চিৎকার করার চেষ্টা করলে,। উক্ত বিবাদী প্রাণনাশের ভয়-ভীতি দেখায়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্ব ধর্ষণ করে এবং একপর্যায়ে বাদীনি চিৎকারে প্রতিবেশী আবুল কালাম ,সায়েম, সুমনসহ স্থানীয় লোকজন এসে তাকে আটক করার চেষ্টা করলে কৌশলে পালিয়ে যায় ।বিষয়টি স্থানীয়দেরজানালে তারা আপস মীমাংসা করে দেবে বলে ঘুরাইতে থাকে।অদ্যবথী আপস মীমাংসা না করে দিলে বাধিনির দাখিলকৃত প্রেক্ষিতে মামলা অজু হয় ।থানায় মামলা নং ১৩ ধারা( ৯০)১ নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
