জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
আমদানিকৃত হার্বাল কক্সিডিওস্ট্যাট ‘হার্ব-অল কক্স’-এর ডোজ জালিয়াতি ও অননুমোদিত রি-প্যাকিংয়ের অভিযোগে আলোচিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নতুন করে বিতর্কের মুখে পড়েছে। ইতোমধ্যেই প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতিষ্ঠানটির ক্যাটাগরি-২ লাইসেন্স এর আমদানি ছাড়পত্র নবায়ন স্থগিত করেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্যাটাগরি ২ লাইসেন্স এর দায়িত্বে থাকা উপ পরিচালক ড. শাহীনূর ইসলাম জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কয়ারকে ক্ষতিগ্রস্ত খামারি অর্গানিক চিকেনের স্বত্বাধিকারী প্রকৌশলী ইমরুল হাসান-এর সঙ্গে দ্রুত আলোচনায় বসে সমাধানের জন্য বলা হয়েছে। তবে খামারি অভিযোগ করেছেন, সমাধানের পরিবর্তে স্কয়ারের পক্ষ থেকে তাকে অভিযোগ প্রত্যাহারের জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।
ইমরুল হাসান গণমাধ্যমকে বলেন, “প্রাণিসম্পদ অধিদপ্তর সমাধানের নির্দেশ দিলেও স্কয়ার এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি, বরং আমার ব্যাপারে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে।"
প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, বিষয়টি তাদের নজরদারিতে রয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তবে ক্ষতিগ্রস্ত খামারি ইমরুল হাসান দৃঢ়ভাবে বলেছেন— “স্কয়ারের ডোজ জালিয়াতির কারনে যাদের ক্ষতি হয়েছে তাদের তো অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, এটা তো কোন অন্যায় দাবী নয়। আমরা আশাকরি হাজারো প্রানের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না।”
বাণিজ্যিক সমীকরণে নতুন প্রশ্ন;
ঠিক এমন এক সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সফরে ঢাকায় এসেছেন। জানা গেছে, শনিবার তিনি টাঙ্গাইলের স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শনে যাবেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, ভবিষ্যতে স্কয়ার পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক অগ্রযাত্রায় যেতে পারে।
ফলে একদিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আমদানি ছাড়পত্র স্থগিত, অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা দুটি বিষয় মিলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

রি প্যাকিং ও ডোজ জালিয়াতি,
স্কয়ার ফার্মার আমদানি ছাড়পত্র স্থগিত করলো প্রাণিসম্পদ অধিদপ্তর
- আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৬:৪৪:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১১:১৩:১০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ