ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশকে দুর্নীতি ও খুনিমুক্ত করতে পিআর পদ্ধতির নির্বাচন চাই- চরমোনাই পীর অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর চলছে মৌলবাদী আক্রমণ-খালেকুজ্জামান কফি ও কাজুবাদাম চাষে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা কেন্দুয়ায় সড়কের পাশ থেকে সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারে সাংবাদিক আটক সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাঙচুর লুটপাট দুই-গ্রুপের সংঘর্ষ আহত- ১০ কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ এক মানবপাচারকারী গ্রেফতার শেরপুরের নকলায় এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ পোরশায় টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালা আদমদীঘিতে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ কলাপাড়ায় ৬ জেলে নিয়ে আবারও ট্রলার ডুবি ॥ নিখোঁজ ৯ জেলের সন্ধান মিলেনি ভূরুঙ্গামারীতে মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৪০ লাখ টাকার সম্পদ আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য কেবল পরিচালন ব্যবস্থায়- ঢাবি উপাচার্য ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু তিনজনই ঢাকায় মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার জড়িত বিমানের কর্মচারীরাও গাজীপুরে শ্রমিকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ পদ্মায় ভরা মৌসুমেও কাক্সিক্ষত ইলিশ পাচ্ছেন না ফরিদপুরের জেলেরা স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় বিয়ে করায় সমাজচ্যুত

পদ্মায় ভরা মৌসুমেও কাক্সিক্ষত ইলিশ পাচ্ছেন না ফরিদপুরের জেলেরা

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৭:০৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৭:০৬:৪৩ অপরাহ্ন
পদ্মায় ভরা মৌসুমেও কাক্সিক্ষত ইলিশ পাচ্ছেন না ফরিদপুরের জেলেরা
ফরিদপুর প্রতিনিধি
ইলিশের ভরা মৌসুমেও ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী ইলিশ শূন্য। জেলেদের জালে আগের মতো আর ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদীতে জাল ফেলেও শূন্য হাতে ফিরতে হচ্ছে তাদের। ফলে অনেক জেলে পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে পদ্মায় পানি বেড়ে যাওয়ায় মাছ পাওয়া কমে গেছে। পাশাপাশি মেঘনা নদী ও সমুদ্র উপকূলে অতিরিক্ত ইলিশ শিকারের কারণে পদ্মায় আর তেমন ইলিশ প্রবেশ করছে না। যে অল্প কিছু পাওয়া যায়, সেগুলো আকারে ছোট; বড় ইলিশ খুবই কম, ফলে এর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া, ঢেউখালী, আকোটের চর ও চর নাসিরপুর ইউনিয়নের প্রায় সাত হাজার মানুষ ইলিশ শিকারের সঙ্গে যুক্ত। এর মধ্যে কার্ডধারী জেলে রয়েছেন প্রায় ৬৫০ জন। শিগগিরই এ সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। নদীতে মাছ ধরতে গিয়ে খালি হাতে ফেরা জেলে মো. মোকলেছুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে বৃষ্টি উপেক্ষা করে নদীতে গিয়েছি, কিন্তু প্রায় খালি হাতেই ফিরেছি। ছয়-সাতজন মিলে যে কয়টা ইলিশ পেয়েছি, তা বিক্রি করে ইঞ্চিনচালিত নৌকার তেলের টাকাই উঠছে না। আরেক জেলে আবুল ফরাজি বলেন, গত এক সপ্তাহ ধরে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছি না। মাঝে মাঝে দু-একটা মেলে, তাও ছোট আকারের। আমাদের বাপ-দাদার পেশা ইলিশ ধরা, কিন্তু যদি মাছই না পাই, তবে পরিবার নিয়ে বাঁচব কীভাবে? পেশা পরিবর্তন করাও সহজ নয়। ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারের ইলিশ ব্যবসায়ী মো. জয়নাল মোল্যা বলেন, ভাদ্র মাসের পর কিছুটা ভালো ইলিশ পাওয়া যেতে পারে। তবে ১০-২০ বছর আগের অবস্থা আর নেই। আগে ইলিশ বেশি পাওয়া যেত, দামও ছিল কম। এখন ইলিশ পাওয়া কমে গেছে, আর দাম আকাশছোঁয়া। বর্তমানে পদ্মার ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তিন থেকে চার হাজার টাকায়, ছোট সাইজের ইলিশও এক থেকে দুই হাজার টাকার নিচে নয়। আকোটেরচর ইউনিয়নের কালিখোলা বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতা শহিদুল মুন্সী বলেন, বাড়িতে মেহমান আসায় সদর থেকে এসেছি তাজা ইলিশ কিনতে। এখানে ইলিশ আছে বটে, তবে দাম খুব বেশি, সাইজও ছোট। এক ডালা ছোট ইলিশ কিনেছি, কিন্তু অনেক টাকা দিয়ে। বাজারে ইলিশ বেশি থাকলে দামও হয়তো কম হতো। সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, পানি প্রবাহের সঙ্গে ইলিশের আসা-যাওয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। পদ্মায় পানি বেড়ে যাওয়ায় ইলিশ কম ধরা পড়ছে। তবে গত দুই সপ্তাহ ধরে মেঘনায় ভালো ইলিশ ধরা পড়ছে। আশা করছি, পানি কমলে পদ্মাতেও ইলিশের জাল ভরবে। এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ও জাটকা ধরা বন্ধ করতে পারলে উৎপাদন বাড়বে। সরকারি নিষেধাজ্ঞার সময় আমরা নিয়মিত অভিযান চালাই এবং ধরা পড়লে জেল-জরিমানা করি। তবে বিশাল পদ্মায় ২৪ ঘণ্টা পাহারা দেওয়া সম্ভব নয়। অনেক জেলে গোপনে বা রাতে শিকার করে। যদি সবাই নিয়ম মেনে চলতো, তবে ইলিশ সংকট কিছুটা হলেও কমত।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ