ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
এনওসিএস’র কন্ট্রোল রুমের নম্বরে ফোন রিসিভ করা হয় না

ডেমরায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাবাসীর চরম দুর্ভোগ

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৪ ০৮:১৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৪ ১২:৪৭:১২ পূর্বাহ্ন
ডেমরায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাবাসীর চরম দুর্ভোগ ডেমরায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাবাসীর চরম দুর্ভোগ
রাজধানীর ডেমরায় গত সোমবার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এলাকাভেদে পর্যায়ক্রমে ৩০ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্নে এলাকাবাসীর দুর্ভোগ যেন চরম আকার ধারণ করেছে। বিদ্যুতের এ দীর্ঘ লোডশেডিং ও বিশুদ্ধ পানির অভাবে শিশু-বয়স্করাসহ সকলেই সীমাহীন কষ্টে পড়েছেন। পানির অভাবে ডেমরার বেশ কয়েকটি এলাকা যেন কারবালার ময়দানে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জ এনওসিএস’র কন্ট্রোল রুমের ফোন নম্বরে ফোন রিসিভ করা হয়নি। এছাড়াও অভিযোগকারীদের পরিচিত নম্বর দেখলে ফোন কেটে দেয়ার অভিযোগতো রয়েছেই ওই কন্ট্রোল রুমের বিরুদ্ধে। কয়েকটি এলাকার ভুক্তভোগী অধিবাসীদের অভিযোগ, ঊর্ধতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারি না থাকায় সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির গড়িমশি ও বেপরোয়া খামখেয়ালিপনা যেন ক্রমেই বাড়ছে। তবে গত সোমবার থেকে এ সমস্যায় পড়েছেন মাতুয়াইল ও সারুলিয়া ডিপিডিসর গ্রাহকরাও। এদিকে ডেমরায় ৩০ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পানির মোটর, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ও ইন্টারনেটসহ সকল প্রকার সেবা বন্ধ হয়ে মানুষের নাভিশ^াস উঠেছে। মোটর চালিয়ে গভীর নলকূপ থেকে পানি না উঠাতে পেরে হাজারো পরিবারের রান্নাবান্না হয়নি। পাশাপাশি টয়লেট ও গোসলসহ নানা সমস্যায় পড়েছেন অধিবাসীরা। অভিযোগ প্রকট। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে ডেমরাবাসী ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র (ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ, সারুলিয়া ও মাতুয়াইল জোনের কন্ট্রোল রুমসহ নির্বাহী প্রকৌশলীর ফোন নম্বরে যোগাযোগ করে সহযোগিতা চেয়েছেন। এক্ষেত্রে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি, সারুলিয়া ও মাতুয়াইল ডিপিডিসি কন্ট্রোল রুমে ফোন করে গ্রাহকরা নানামুখি হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একেতো কন্ট্রোল রুমের ফোন রিসিভ করেনা কেউ, অন্যদিকে দু’একবার ফোন রিসিভ করে অভিযোগ লিখে রাখলেও যোগাযোগ করে দীর্ঘ সময় পাড় করে। আর এ আচরণ বেশি করেছে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কর্মকর্তা ও কর্মচারীরা।  
সরেজমিন এলাকাবাসীরা জানায়, ডেমরা থানা এলাকাটি ডিপিডিসির সিদ্ধরগঞ্জ, সারুলিয়া ও মাতুয়াইল জোনের আওতাভুক্ত। এরমধ্যে গত সোমবার ঘুর্ণিঝড় রেমালের কারণে ঝোড়ো দমকা হাওয়াসহ প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তাই গত সোমবার সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়টি অধিবাসীরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন। তবে বিপত্তি ঘটেছে তার পরের সময় থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত। এদিকে গতকাল মঙ্গলবার দুপুর ১ টা পর্যন্ত ডেমরার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পানির সমস্যায় এলাকা যেন কারবালার ময়দানে পরিণত হয়েছে। আরও জানা যায়, সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির অন্তর্ভুক্ত শিমরাইল, শুকুরশী, বালুর ঘাট, সারুলিয়া এলাকা, সারুলিয়া ডিপিডিসির অন্তর্ভুক্ত হাজিনগর, টেংরা, বামৈল, বাঁশেরপুল, আমতলা এলাকা, মাতুয়াইল ডিপিডিসির অন্তর্ভুক্ত কোনাপাড়া, মাতুয়াইল, মুসলিমনগর, শান্তিবাগ, ফার্মের মোড় ও ডগাইর এলাকায় পর্যায়ক্রমে ৩০ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অধিবাসীরা শেষ পর্যায়ে ক্ষোভে ফুসে উছেছেন। এদিকে গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত ওইসব এলাকায় ঘন ঘন অব্যাহত লোডশেডিংয়ের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ বিষয়ে সারুলিয়া এলাকা থেকে এবারের হজযাত্রী হাজী মহাসিন মিয়া ও একাধিক অধিবাসী জানায়, গত সোমবার দুপুর থেকে গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২ টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে এলাকার অধিবাসীরা পানির তীব্র সংকটে পড়েছেন। গৃহস্থালির রান্নাবান্নাসহ নানা কাজে বাইরে থেকে মিনারেল পানি কিনে জরুরি কাজ সারতে হয়েছে। আর সিদ্ধিরগঞ্জ ডিপিডিসিকে ফোন করলে তারা ফোন রিসিভ করেনা বলে জরুরি মুহূর্তে আমরা সেবা বঞ্চিত থাকি।  
এ বিষয়ে বক্সনগর এলাকার অধিবাসী আলী আহম্মেদ, আবুল কালাম, ফার্মের মোড়ের হারুন অর রশিদসহ একাধিক এলাকাবাসী জানান, গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত এলাকার মসজিদগুলোতেও অজুর পানি ছিলনা দীর্ঘ লোডশেডিংয়ের কারণে। সর্বস্তরেই পানির জন্য হাহাকার ছিল। ফ্রিজের মাছ মাংসসহ নানা ধরনের খাবার নষ্ট হয়েছে। কল-কারখানায় উৎপাদনও ব্যাহত হয়েছে। ভুক্তভোগী লাখো মানুষ ছিলেন বেকায়দায়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করেছে গতকাল মঙ্গলবার ডিপিডিসির সেবা না পেয়ে । এ বিষয়ে এনওসিএস, সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারি বলেন, হাজারো অভিযোগকারী রয়েছে। আমরা কয়টা সমাধান করবো। আর কন্ট্রোল রুমে ফোন রিসিভ ও কেটে দেয়ার বিষয়টি জটিলতা রয়েছে। অনেক অভিযোগ আসে বলে ফোন ব্যস্ত থাকে। আর পরিচিত নম্বর দেখে ফোন কেটে দেয়া হয় না।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ