ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু
শোকজ নয়, সম্মান দিন : রনি

ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৫:২১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৫:২১:৪৪ অপরাহ্ন
ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি
বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কেন্দ্র করে। তার একটি সাম্প্রতিক বক্তব্য ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী’ আখ্যা দিয়ে বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়। এই প্রেক্ষাপটে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি স্পষ্টভাবে বলেছেন, ফজলুর রহমানকে শোকজ নয়, সম্মান জানিয়ে বিষয়টি সমাধান করা উচিত। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে গোলাম মাওলা রনি এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানান। তিনি লিখেন, ফজলুর রহমান সাহস করে কিছু কথা বলেছেন। তিনি দলের এবং দেশের রাজনীতিকে যেসব অশ্লীল ও বিকৃত মানসিকতার প্রভাব থেকে মুক্ত রাখতে চেয়েছেন, সেটা কৌশলগত হলেও নৈতিক জায়গা থেকে সমর্থনযোগ্য। রনি দাবি করেন, ফজলুর রহমানের বক্তব্যের ভাষা হয়তো বিতর্কিত হতে পারে, কিন্তু তিনি যে উদ্দেশ্যে তা বলেছেন, সেটি গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। তিনি নেত্রী ও দলকে রক্ষা করতে চেয়েছেন, বলেন রনি। তিনি আরও লিখেন, ফজলুর রহমানের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদের হাতে ভাষা, যুক্তি, বা রাজনৈতিক বোধ নেই। তারা তাকে বিএনপির শত্রু হিসেবে চিহ্নিত করতে চেয়েছে, আওয়ামী লীগের দোসর বলেছে। এবং দুর্ভাগ্যজনকভাবে দলও সেই ফাঁদে পা দিয়েছে। সাবেক এই এমপি বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল নিয়েও কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি ভয়কে সঙ্গে নিয়ে রাজনীতি করছে। লড়াই না করে সুবিধা ও সমঝোতার পথ খুঁজছে। শেখ হাসিনার ভয়ে পালিয়ে থাকা, রাজনৈতিকভাবে অদক্ষ কিছু মানুষ বিএনপি নেতাদের নিয়েই ভিডিও বানিয়ে অপমান করছে। আর এই ভিডিও দেখে বিএনপি হাইকমান্ড ভয় পেয়ে নেতাদের শোকজ করছে। এতে করে দলের ক্ষতি ছাড়া আর কিছু হচ্ছে না। রনি আশঙ্কা প্রকাশ করেন, এমন ধারায় চলতে থাকলে ‘আরেকটি নতুন জাতীয় পার্টির মতো বিভক্ত দল’ গড়ে উঠতে পারে। অবশেষে তিনি বলেন, আমি মনে করি ফজলুর রহমানকে দেওয়া শোকজ প্রত্যাহার করা উচিত। বরং তদন্ত কমিটি গঠন করে তার বক্তব্যের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করা উচিত। তিনি যদি দলে উপযুক্ত না হন, তাহলে সম্মানের সঙ্গে তাকে অব্যাহতি দেওয়া যেতে পারে। অপমান নয়। এদিকে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো মঙ্গলবার এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির আস্ফালন ও তার সেগুনবাগিচাস্থ বাড়ির সামনে অবরোধ বিক্ষোভ ও মব সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পলিটবুরো নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট ফজলুর রহমান এ দেশের একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারার মানুষ, গত এক বছরে দেশ শাসনে বর্তমান সরকার ও তার সহযোগীদের বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি টকশোতে তার মতামত প্রকাশ করে আসছেন। তার কথা কারও পছন্দ না হলে তিনিও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করতে পারেন, কিন্তু হত্যার হুমকি দিয়ে, বাড়িঘর ঘেরাও করে কতিপয় ভূঁইফোড় সংগঠন যেভাবে ব্যক্তি ফজলুর রহমানের ওপর আক্রমণ পরিচালনা করছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে ফজলুর রহমানের জীবনের নিরাপত্তাসহ তার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবি জানানো হয় এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা রক্ষায় সব মুক্তিযুদ্ধের শক্তির ঐক্যবদ্ধতা কামনা করা হয়। এদিকে, বিএন?পি চেয়ারপারস?নের উপ?দেষ্টা, বীর মু?ক্তি?যোদ্ধা অ?্যাড?ভো?কেট ফজলুর রহমান?কে হত্যার হুম?কি এবং তার বাসার সামনে মব সৃষ্টি করে তাণ্ডবের প্রতিবাদে মঙ্গলবারও উত্তপ্ত ছিল কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম। এদিন দুপুরে অষ্টগ্রাম উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএন?পি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মী উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলি মোড়ে গিয়ে সমাবেশ করেন। মিছিলে নেতাকর্মীরা স্লোগানে বলেন, ‘মুক্তিযুদ্ধের ফজলু ভাই, আমরা তোমায় ভুলিনি’, ‘রণাঙ্গনের ফজলু ভাই, আমরা তোমায় ভুলিনি’, ‘মুক্তিযুদ্ধের শত্রুরা হুঁশিয়ার সাবধান’, ‘ফজলু ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’। সমাবেশে বক্তারা বলেন, ‘ফজলুর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা ও বিএনপির দুর্দিনের কাণ্ডারি। ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকে একাত্তর ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য আসতে থাকে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এসব দেখে চুপ থাকতে পারেননি। এরপর থেকেই একটি স্বাধীনতাবিরোধী চক্র এবং এনসিপি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, বিভ্রান্তি ছড়ায় এবং অপপ্রচার চালায়। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে এস?বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা হুঁশিয়ার করে বলেন, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে প্রয়োজন হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে। হাওরের হৃদস্পন্দন ফজলুর রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার ক্ষমতা কারও নেই। তাকে রাজনীতি থেকে সরানোর যেকোনও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে জনগণ। সমাবেশে বক্তব্য রাখেন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন সাফি, সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনার, সাধারণ সম্পাদক আলী রহমান খান, ছাত্রদল নেতা এসএম জাভেদ, তিতুমির হোসেন সোহেল, আল মাহমুদ মোস্তাকসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স