মানিকগঞ্জ জেলার দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আসলাম, বর্তমানে প্রচুর সম্পদের মালিক এবং তিনি একজন ভূমিদস্যু। পিতার নাম আরশাদ আলী, তিনি হত দরিদ্র পরিবারের সন্তান যার নুন আনতে পান্তা ফুরাতো একসময়। হরিরামপুর নদীভাঙন এলাকায় জন্ম নেওয়া আসলাম পরিবারের বড় ছেলে। মানিকগঞ্জের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আসলাম বর্তমানে অবৈধ সম্পদ অর্জন ও জাল দলিল তৈরিতে লিপ্ত। ধনজয়পুরের জমি জালিয়াতি মামলার তদন্ত চলছে।
প্রায় এক দেড় যুগ আগে অভাব অনটনের তাগিদে আসলাম পরিবারসহ সাভার কুটুরিয়া দেওয়ান মার্কেট এলাকায় স্থানান্তরিত হন। সেখানে দোচালা টিনের বস্তিতে বসবাস করতে থাকেন। তবে তিনি সৎকর্মের পরিবর্তে ফাসিস্ট সরকারের আমলে তালিকাভুক্ত কিছু ভূমিদস্যু ও জাল-জালিয়াতকারী ব্যক্তির সঙ্গে যোগসাজশ শুরু করেন। সময়ের সঙ্গে নিজেই তিনি একজন ভূমিদস্যু ও জাল-জালিয়াত সম্রাটে পরিণত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসলাম কুটুরিয়া দেওয়ান মার্কেটের ফুজি গার্মেন্টসের সামনে চার তলা অট্টালিকা নির্মাণ করেছেন। এছাড়া নামে-বেনামে প্রচুর সম্পদ গড়েছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখল এবং অন্যের জমি জোরপূর্বক দখল করা আসলামের দৈনন্দিন কার্যক্রম।
তদন্তকালে ধনজয়পুর মৌজার ইজঝ খতিয়ান নং ৪৫৯৬ ইজও দাগ নং ১১৩৩২, জমির পরিমাণ ১৩.২০ শতাংশ, তাং ৩০-০৪-২৫ আশুলিয়া সাব-রেজিস্টারের মাধ্যমে ৬০৯৫ নং আমমোক্তারনামা দলিলে মিসেস শওকত আরা বসিরের পরিবর্তে ভিন্ন লোক দাঁড় করিয়ে দলিল সম্পূর্ণ করার তথ্য পাওয়া গেছে। মিসেস শওকত আরা বসির একজন ভেনিজুয়েলা প্রবাসী এবং গত ৫ বছরের মধ্যে দেশে একবারও আসেননি। তবে আসলাম তার নামে জাল জন্মনিবন্ধন তৈরি করেছেন ধানমন্ডি এলাকা তার ঠিকানায়। জন্মনিবন্ধনে তার মা-বাবার নাম ও জন্ম তারিখ ভুল রয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, শওকত আরা বসিরের ঘওউ ও পাসপোর্টে জন্ম তারিখ ০১/০২/১৯৬৪, তবে তিনি ১৯৬২ সালে এসএসসি পাস করেছেন। বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা গোপনীয়ভাবে তদন্ত চালাচ্ছে।
আসলামের অবৈধ কর্মকাণ্ড এবং জালজালিয়াতি দেশের ভূমি প্রশাসন ও সাধারণ মানুষের জন্য বড় হুমকি। সরকারের গোপন তদন্তে বেরিয়ে আসা তথ্য অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কঠোর পদক্ষেপের প্রতীক্ষা রয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে, ব্যক্তি পর্যায়ের নৈতিক অবক্ষয় এবং জালিয়াতি জাতীয় সম্পদের সুরক্ষায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু
- আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১০:৫৫:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১০:৫৫:৩৩ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ