ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ চবিতে সীমিত পরিসরে শুরু ক্লাস-পরীক্ষা নোংরা গলির দু’নম্বরী সাংবাদিকদের কবলে রাজউক লালমনিরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন পিএসসি নন-ক্যাডার পরীক্ষায় সাজেশন দেয়ার নামে প্রতারণা গ্রেফতার ১ নুরের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনও সক্রিয়- দুদু ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৪৪৫ রোগী দুদকের মামলায় হেনরীর জামিন নাকচ সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল- রিজভী সামুদ্রিক সম্পদ রক্ষায় বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান-পরিবেশ উপদেষ্টা গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছে, এবং মিথ্যা মামলায় বহু নেতাকর্মী জেল খেটেছে - ফরিদপুরে শামা ওবায়েদ দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১২:৪৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১২:৪৫:০৬ অপরাহ্ন
বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ
* বছরে প্রায় ১.২ বিলিয়ন বা ১২০ কোটি ডলারের জ্বালানি যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে বাংলাদেশ। * যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে * বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ১৬টি এলএনজি কার্গো আমদানি করবে, যার মধ্যে এঙলেরেট এনার্জি থেকে ১০টি রয়েছে। বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। বছরে প্রায় ১.২ বিলিয়ন বা ১২০ কোটি ডলারের জ্বালানি যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে। পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ১৬টি এলএনজি কার্গো আমদানি করবে, যার মধ্যে এঙলেরেট এনার্জি থেকে ১০টি রয়েছে। জ্বালানি বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির বার্ষিক খরচ ছাড়িয়ে যাবে৭০০ মিলিয়ন ডলার। একই সঙ্গে অতিরিক্ত এলএনজি সংগ্রহ করা হবেস্পট মার্কেট থেকেও। চাহিদা বাড়ায় এলপিজি আমদানিও দেশে দ্রæত বাড়ছে। গত ফেব্রæয়ারি থেকে তৃতীয় পক্ষের মাধ্যমে দুই লাখ মেট্রিক টনেরও বেশি এলপিজি আমদানি হয়েছে। এখন প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করার জন্য আমদানিকারকরা প্রধান মার্কিন সরবরাহকারীদের সঙ্গে সরাসরি আলোচনা করছে। আর লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবেলা করা হলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার বেশির ভাগ এলপিজি চাহিদা পূরণ করতে পারে। সূত্র জানায়, প্রতিযোগিতামূলক শুল্কে দেশে জ্বালানি আমদানি সুরক্ষিত করা জরুরি। অন্য দেশের তুলনায় দাম বেশি হলে তা জনসাধারণের অসন্তোষের শঙ্কা থাকে। সম্প্রতি বাংলাদেশ একাধিক আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করতে পেরেছে। আরো কমার আশা রয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ১২.৪ বিলিয়ন ডলারদ্বিপক্ষীয় বাণিজ্য ছিল। তার মধ্যে বাংলাদেশ ৮.৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং ২.৩ বিলিয়ন ডলার আমদানি করেছে। যদিও বর্তমানে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশে তার কার্যক্রম থেকে বার্ষিক প্রায় ৪২০ মিলিয়ন ডলার আয় করে। তবে সেটি সার্ভিস ট্রেডের আওতায় ধরা হয়। ফলে পণ্যভিত্তিক দ্বিপক্ষীয় বাণিজ্য পরিসংখ্যানে তা যোগ হয় না। এদিকে এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্কদ বিভাগ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ আগামী বছর থেকে যুক্তরাষ্ট্র থেকে বার্ষিক প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এলএনজি, এলপিজি এবং পরিশোধিত জ্বালানি সংগ্রহ করব।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব