ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জমজমাট প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে-প্রধান উপদেষ্টা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ন্যায়বিচার-মানবিক মর্যাদা রক্ষায় মুহাম্মদ (সা.) আমাদের জন্য অনন্য আদর্শ-প্রধান বিচারপতি পেশাগত দায়িত্বপালনে মৃত্যু ঝুঁকিতে গণমাধ্যমকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা শঙ্কা মৎস্য খাতে দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো- প্রাণিসম্পদ উপদেষ্টা বেশির ভাগ সময়ই বন্ধ রেলের কংক্রিট সিøপার কারখানা টেকনাফে ২ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার স্কুলে সংগীত শিক্ষক নিয়োগে কঠোর হুঁশিয়ারি হেফাজতের নীলফামারীতে শ্রমিকের প্রাণহানির প্রতিবাদে ঢাকায় মানববন্ধন মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে সাবেক এমপি পাভেল ইনফ্লুয়েঞ্জা টিকাকে জাতীয় নির্দেশনায় অন্তর্ভুক্তির আহ্বান ফরিদপুরে আসন বিন্যাসের প্রতিবাদে দুই সড়ক অবরোধ অনশনরত শিক্ষার্থীদের পাশে ববি উপাচার্যের রাত্রিযাপন তারেক রহমানের উপহারের ঘর পেলেন শুক্কুরি বেগম গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে ৩০ রাজনৈতিক দলের নেতারা আলু রফতানির চেষ্টা করছে সরকারÑ বাণিজ্য উপদেষ্টা নিত্যপণ্যের অসহনীয় দামে দিশাহারা সাধারণ মানুষ

২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৮:২৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৮:২৫:০২ অপরাহ্ন
২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল
নিউক্যাসল ইউনাইটেডে খেলা সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার আইজ্যাককে নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। লিভারপুল তাকে দলে নেওয়ার জন্য ছিল তুমুল আগ্রহী। বেশ কয়েকবার তার জন্য দেওয়া প্রস্তাব বাতিল করে দিয়েছিল নিউক্যাসল। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রান্সফারের রেকর্ড সৃষ্টি আইজ্যাককে দলে নিলো লিভারপুল। ইএসপিএন জানিয়েছে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আইজ্যাকের জন্য ১২৫ মিলিয়ন পাউন্ড (১৭০ মিলিয়ন ডলার) প্রস্তাব দিয়েছে, যা নিউক্যাসলও মেনে নিয়েছে। যদিও নিউক্যাসল সূত্র জানাচ্ছে, চুক্তির মোট মূল্য ১৩০ মিলিয়ন পাউন্ড (প্রায় দুই হাজার ১৩২ কোটি টাকা)। ২৫ বছর বয়সী আইজ্যাক মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার কথা। এর মধ্য দিয়ে দীর্ঘ এক মাসের জটিল ট্রান্সফার জল্পনা-কল্পনার অবসান ঘটতে চললো। নিউক্যাসলের হয়ে এবারের মৌসুমে আলেকজান্ডার আইজ্যাক এখনও মাঠে নামেননি। এমনকি এশিয়া সফরেও দলের সঙ্গে ছিলেন না। এর আগে ক্লাব কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। আইজ্যাকের এই ট্রান্সফার প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বকালের সবচেয়ে দামী চুক্তি হতে যাচ্ছে। এর আগে চেলসি ২০২৩ সালে ব্রাইটন থেকে মইসেস ক্যাইসেডোকে ১১৫ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছিল। এরই মধ্যে লিভারপুল এ মৌসুমে দ্বিতীয়বারের মতো ক্লাব রেকর্ড ভাঙল। জুনে আরনে স্লটের দল জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান রিৎজকে বায়ার লেভারকুসেন থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে (সাথে বাড়তি ১৬ মিলিয়ন অ্যাড-অন) দলে নিয়েছিল। অন্যদিকে, লিভারপুল ডিফেন্ডার ভিরগিল ফন ডাইক সতীর্থ জো গোমেজকে দলে রাখার আহ্বান জানিয়েছেন। ক্রিস্টাল প্যালেসের মার্ক গুয়েহিকে যদি স্বাক্ষর করাতে পারতো লিভারপুল, তাহলে গোমেজ অ্যানফিল্ড থেকে চলে যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। যদিও ফন ডাইক বলেছেন, ‘সে (জো গোমেজ) যেভাবে নেমে খেলেছে, সেটা অসাধারণ। আমি চাই সে লিভারপুলেই থাকুক। তবে এটা বন্ধুত্বের জায়গা নয়, ব্যবসার জগত। সিদ্ধান্ত ক্লাবের।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স