ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জমজমাট প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে-প্রধান উপদেষ্টা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ন্যায়বিচার-মানবিক মর্যাদা রক্ষায় মুহাম্মদ (সা.) আমাদের জন্য অনন্য আদর্শ-প্রধান বিচারপতি পেশাগত দায়িত্বপালনে মৃত্যু ঝুঁকিতে গণমাধ্যমকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা শঙ্কা মৎস্য খাতে দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো- প্রাণিসম্পদ উপদেষ্টা বেশির ভাগ সময়ই বন্ধ রেলের কংক্রিট সিøপার কারখানা টেকনাফে ২ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার স্কুলে সংগীত শিক্ষক নিয়োগে কঠোর হুঁশিয়ারি হেফাজতের নীলফামারীতে শ্রমিকের প্রাণহানির প্রতিবাদে ঢাকায় মানববন্ধন মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে সাবেক এমপি পাভেল ইনফ্লুয়েঞ্জা টিকাকে জাতীয় নির্দেশনায় অন্তর্ভুক্তির আহ্বান ফরিদপুরে আসন বিন্যাসের প্রতিবাদে দুই সড়ক অবরোধ অনশনরত শিক্ষার্থীদের পাশে ববি উপাচার্যের রাত্রিযাপন তারেক রহমানের উপহারের ঘর পেলেন শুক্কুরি বেগম গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে ৩০ রাজনৈতিক দলের নেতারা আলু রফতানির চেষ্টা করছে সরকারÑ বাণিজ্য উপদেষ্টা নিত্যপণ্যের অসহনীয় দামে দিশাহারা সাধারণ মানুষ

টঙ্গীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ সমাবেশ

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:২৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:২৪:৫০ পূর্বাহ্ন
টঙ্গীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ সমাবেশ
টঙ্গী থেকে দেওয়ান রফিকুল ইসলাম মাখন টঙ্গীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার গাজীপুর মহানগর ১০টি ওয়ার্ডে টঙ্গীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়েছে। মিছিল শুরুর হয়েছে সকাল ১১টার দিকে। মিছিলটি টঙ্গী বাজার হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিই করে। এই মিছিলে নেতৃত¦ দেন টঙ্গী থানার বিএনপি’র সভাপতি জাতীয় সংসদ-৬ আসনের এমপি পদপ্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন। এই মিছিলে প্রায় ৫ হাজার লোকের সমাবেশ ঘটে। এই সমাবেশে বক্তব্য রাখেন-গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি পথসভায় বলেন, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গণতন্ত্রকামী জনগই বারবার প্রতিবার দেশ এবং জনগইের অধিকার রক্ষায় বিএনপি’র নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে দেশের গণতন্ত্রকামী জনগণকে আন্তরিক অভিনন্দন জানায়। গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় জনগণ আপনারাই বিএনপি’র সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। স্বৈরাচারবিরোধী বাংলাদেশ ৯০-এর স্বৈরাচারবিরোধী বাংলাদেশ ২০২৪ এর ফ্যাসিবাদী বিরোধী বাংলাদেশ, এইভাবে ইতিহাসের প্রতিটি প্রতিষ্ঠায় বিএনপি’র এবং গণতন্ত্রের পক্ষে শক্তি নেতাকর্মী সমর্থক যারা আত্মত্যাগ করেছেন, হতাহত হয়েছেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী এই ঐতিহাসিক মুহূর্তে আমি তাদের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। অপরদিকে ৫৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে টঙ্গী হাজী মাজার ইউনিট বিএনপি’র নেতা মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে মো. নুরু মিয়া, মো. ফিরোজ মিয়া, মো. নাজু মিয়া, মো. নজু মিয়া, মো. নজরুল ইসলাম, মো. আলকাস মিয়া, মো. মামুনুর রহমান মামুনের নেতৃত্বে প্রায় ৫০০ (পাঁচশ) নেতাকর্মী নিয়ে একটি বিক্ষোভ র‌্যালি বের করে। এই র‌্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে টঙ্গী স্টেশন চৌত্বর ঘুরে পুনরায় টঙ্গী বাজার ফ্লাইওভার ব্রিজে এসে শেষ হয়। এই সময় বক্তব্য রাখেন-বিএনপি নেতা শাহাবুদ্দিন। এছাড়াও টঙ্গী আমতলী, চেরাগাআলী, নতুন বাজার, সাতাইশ, চৌরাস্তাসহ অন্যান্য এলাকায় বিএনপি’র উদ্যোগে মিছিল করতে দেখা যায়। এই মিছিলে গার্মেন্টস শ্রমিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য