ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুদকের মামলায় হেনরীর জামিন নাকচ সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল- রিজভী সামুদ্রিক সম্পদ রক্ষায় বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান-পরিবেশ উপদেষ্টা গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছে, এবং মিথ্যা মামলায় বহু নেতাকর্মী জেল খেটেছে - ফরিদপুরে শামা ওবায়েদ দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর নোবিপ্রবি শব্দকুটির আয়োজিত নজরুল প্রয়াণ দিবস পালিত পঞ্চগড়ের আলোচিত রফিকুল হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের মালামাল লুটপাট পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‌্যালিও পরিছন্নতা অভিযান জনসম্পৃক্তহীন যারা তারাই পিআর পদ্ধতি চায় : এলডিপি মহাসচিব বেগমগঞ্জে বালিকা মাদ্রাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:৩০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:৩০:৫০ পূর্বাহ্ন
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনভর আলোচনা সভা, শোভাযাত্রা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে বিকেলে শহরের ব্রহ্মসমাজ সড়কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ। অন্যদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির, মোহাম্মদ সরোয়ার হোসেন, এবং আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ বক্তব্য দেন। একই সময়ে জেলা বিএনপির উদ্যোগে কাঠপট্টিতে আরেকটি আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, সদস্য রশিদুল ইসলাম লিটন, এবং জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন। এ ছাড়া, ম্যাটস-এর সামনে থেকে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা আলিপুর গোলপুকুর শপিং কমপ্লেক্সে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা দেলোয়ার হোসেন দিলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সবুজ। আলোচনা সভাগুলোতে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। বক্তারা আরও বলেন, গত ১৬ বছর ধরে দলটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করেছে, যার কারণে বহু নেতা-কর্মীকে প্রাণ দিতে হয়েছে এবং কারাবরণ করতে হয়েছে। তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দলের কার্যক্রম পরিচালিত হবে। বিএনপি গণমানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রের তালে তালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব