ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া
হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়

সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:৪১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:৪১:৫৮ পূর্বাহ্ন
সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক
গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের দিন থেকেই পলাতক রয়েছেন রাজধানীর ডেমরা হাজী নগর এলাকার হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরী। পলাতক থেকেই তিনি প্রতি মাসে প্রধান শিক্ষক মর্যাদার সকল সুযোগ সুবিধা গ্রহণ করে যাচ্ছেন প্রতি মাসে ১ লাখ টাকা বেতন নিয়ে যাচ্ছেন। পতিত সরকারের এমপির দাপটে স্কুলটিকে একটি দুর্নীতির আখড়ায় পরিণত করে রেখেছিলেন। এ ছাড়া সরকারি বরাদ্দ আত্মসাৎ, এমপিও সিটে শিক্ষকদের নাম সংশোধনের সময় উৎকোচ গ্রহণ, শিক্ষকবৃন্দের স্কেল পরিবর্তনের সময় ঘুষ গ্রহণ, বিদ্যালয়ের সরঞ্জামাদি বিক্রির টাকা আত্মসাৎ, বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন বোনাসসহ সকল প্রকার সুবিধা ভোগ করাসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, পতিত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সকল শিক্ষকবৃন্দের মাঝে বিভিন্ন রকম ভয়-ভীতি প্রদর্শন করে সবসময় আতংকের মধ্যে রাখতেন। ৫ আগস্ট হাসিনা পতনের পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন স্কুলে আসেন না অথচ বাড়িতে বসেই তিনি স্কুলের বেতন বোনাসসহ সরকারি সকল সুবিধা ভোগ করছেন। এ ছাড়া স্কুলের পুরাতন ভবনের পলিয়েস্টার, ভবনের ফ্লোরে টাইলস করা পেইন্টিংসহ যাবতীয় কাজের সংস্কারের জন্য ২০২০-২১ অর্থ বছরে অনুন্নয়ন রাজস্ব বাজেটে মেরামত মঞ্জুরী খাতের আওতায় হাজী মোয়াজ্জেম আলী আদর্শ বিদ্যালয়ের নামে মেরামত ও সংস্কার শীর্ষক খাত (মাউশি-৫৯৪৭) ১১ লাখ ৩৭ হাজার ৪শ ৮৮ (প্রায় ১২ লাখ) টাকা বরাদ্দ দেয় শিক্ষা প্রকৌশল অধিদফতর। পরে ৩ আগস্ট ২৩ সালে স্কুলের সকল সংস্কার কাজ সম্পন্ন হয়েছে দেখিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স আক্কাস কনস্ট্রাকশন লিমিটেডের মাধ্যমে শিক্ষা অধিদপ্তর থেকে উপরোল্লিখিত সমস্ত টাকা উঠিয়ে নেন প্রধান শিক্ষক। অথচ তিনি স্কুলের পুরাতন ভবনের সকল প্রকার সংস্কার কাজ করেন স্কুলের নিজস্ব অর্থায়নে। এ ছাড়া গত বছরের এপ্রিল-মে ২ মাসে স্কুলের উন্নয়নের নামে ১০ লাখ টকা স্কুলের ফান্ড থেকে টাকা তিনি আত্মসাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ২০২২ সালে স্কুলের সকল শিক্ষকদের কাছ থেকে স্কেল পরিবর্তনের সময়ে বাধ্যতামূলকভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিজন থেকে ১০/১৫ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেন। এমন কি তৃতীয় শ্রেণির কর্মচারীদের কাছ থেকেও তিনি ঘুষ নিয়েছেন বলে জানাগেছে। এ বিষয়ে কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে। তারা বলেন, প্রধান শিক্ষক আফতাব উদ্দিন এ স্কুলে আসার পর থেকেই তিনি ক্ষমতার অপব্যবহার করে দাপটের সাথে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক দুর্নীতি করে টাকা কামিয়ে তিনি তার নিজ বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশাল আলিশান বাড়ি নির্র্মাণ করছেন। এ ছাড়া স্কুলের মিটিংয়ে প্রায় সময়ই নারী শিক্ষকদের বিভিন্নভাবে হেনস্থা অপমান অপদস্থ করতেন। এসবের প্রতিবাদ করলেই অকথ্য ভাষায় গালাগালি করতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমার বিষয়ে যে সকল অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি তা আইনের মাধ্যমে ফেস করছি এবং করবো। এসব আমার বিরুদ্ধে একটা গভীর ষরযন্ত্র। সরকারি বরাদ্দ আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে আমার কাছে এর সকল ডকুমেন্ট রয়েছে আর এ টাকা আমি কেন তুলবো টাকা তুলবে সংশ্লিষ্ট ঠিকাদারের ছাড়া বিভিন্ন সময়ে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেয়ার বিষয়টি আমাকে হেয় করার জন্য বলা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর সাধারণ ছাত্র-ছাত্রীদের দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অশোভন মিটিং মিছিল করানো হয়েছে। আমি স্কুলের কতিপয় কিছু শিক্ষক এবং এলাকার স্বার্থান্বেষী কিছু রাজনৈতিক ব্যক্তির কারণে স্কুলে যেতে পারছে না। এ বিষয়ে হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি জাবেদ আহমেদ বলেন, (২২ সালের এপ্রিল থেকে ২৪ পর্যন্ত) ২ বছর মাত্র আমি এ স্কুলের সভাপতির দায়িত্বে ছিলাম। ওই সময়ে স্কুলের মাস্টার শিক্ষকদের সকল বকেয়া বেতন পরিশোধ, স্কুলের নামে ৫০ লাখ টাকার এফডিআর, শিক্ষক ও শিক্ষিকাদের নামে ৫ লক্ষ টাকার এফডিআর স্কুল পুরাতন ভবন সংস্কার, ৯ লক্ষ টাকার সিটি করপোরেশনের বকেয়া ট্যাক্স পরিশোধ করাসহ প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার কাজ করেছি। আমার দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট কেউ একটি পয়সার দুর্নীতি করার সুযোগ পায়নি। পলাতক প্রধান শিক্ষক বিগত ৮ বছরে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান পিছিয়ে পড়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এ বিষয়ে থানা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ বলেন, এক প্রধান শিক্ষকের অভিযোগ সেটা আমার উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয় এসব বিষয়ে আনুষ্ঠানিক আমার জানা নেই। তবে মানুষের মুখে আমি এমন খবর শুনেছি। তবে এ বিষয়ে স্কুলের সভাপতির দায়িত্ব প্রাপ্ত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব পদমর্যাদা) মো. মামুন খন্দকার বলেন, মাত্র ৩ মাস হয়েছে আমি এ স্কুলের দায়িত্বে আছি প্রধান শিক্ষক আফতাব উদ্দিন চৌধুরীর সকল অপকর্মের বিষয়ে শুনে আমি তাতক্ষণিক নন এমপিও সুযোগ-সুবিধাগুলো বন্ধ করে দেয়। এ ছাড়া বেতনসহ এমপিওভুক্ত যে সকল সুযোগ-সুবিধাগুলো তিনি পাচ্ছেন তা সরকারি নির্দেশনা মোতাবেক পাচ্ছেন। এবং যে সকল দুর্নীতির অভিযোগ রয়েছে সে বিষয়ে ডিসি অফিস, শিক্ষা অধিদফদরসহ সংশ্লিষ্ট সকল দফতরে প্রেরণ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ