ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হাজার কোটি টাকা খরচেও বাড়েনি গ্যাসের মজুদ ওসি-এসআই’র ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম- রিজভী আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম- রিজভী চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা চবির আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যুবার্ষিকী পালিত গণশিক্ষা সচিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা জুলাই ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেফতার জমজমাট প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে-প্রধান উপদেষ্টা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ন্যায়বিচার-মানবিক মর্যাদা রক্ষায় মুহাম্মদ (সা.) আমাদের জন্য অনন্য আদর্শ-প্রধান বিচারপতি পেশাগত দায়িত্বপালনে মৃত্যু ঝুঁকিতে গণমাধ্যমকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা শঙ্কা মৎস্য খাতে দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো- প্রাণিসম্পদ উপদেষ্টা বেশির ভাগ সময়ই বন্ধ রেলের কংক্রিট সিøপার কারখানা টেকনাফে ২ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার স্কুলে সংগীত শিক্ষক নিয়োগে কঠোর হুঁশিয়ারি হেফাজতের নীলফামারীতে শ্রমিকের প্রাণহানির প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

পাকিস্তানের সাথে জয় পেলো আফগানরা

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৮:০৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৮:০৮:৫১ অপরাহ্ন
পাকিস্তানের সাথে জয় পেলো আফগানরা
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেছিলেন, পাকিস্তানকে একটি ম্যাচও জিততে দেবেন না। কিন্তু সেই হুমকি বাস্তবে রূপ নেয়নি সিরিজের উদ্বোধনী ম্যাচে। সেবারের দেখায় পাকিস্তানের কাছে ৩৯ রানে হারতে হয়েছিল আফগানিস্তানকে। মুখোমুখি দ্বিতীয়বারের লড়াইয়ে এবার পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে আফগানিস্তান। সালমান আলি আগার দলকে ১৮ রানে হারিয়েছে আফগানরা। দারুণ এই জয়ে সিরিজের ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল রশিদ খানের দল। গত মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৯ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে শেষ দিকে হারিস রউফের ঝোড়ো ব্যাটিংয়ের পরও পাকিস্তান আটকে যায় ৯ উইকেটে ১৫১ রানে। সিরিজের প্রথম তিন ম্যাচে আগে ব্যাট করা দল জিতেছে। যে কারণে মঙ্গলবার টস জিতে ব্যাটিং নিতে দেরি করেননি রশিদ খান। যদিও ওপেনার রহমানুল্লাহ গুরবাজের উইকেট দ্রুত হারিয়ে ধাক্কা খেয়েছিল আফগানরা; তবে চাপ সামলে আফগাস্তিানকে ভালো অবস্থানে নিয়ে গেছেন সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান। দ্বিতীয় উইেেকটে ১১৩ রানের অনবদ্য জুটি করেন আতাল ও জাদরান। দুজনই করেন ফিফটি। সমান ৪৫টি বল খেলে আতাল ৬৪ আর জাদরান ৬৫ রান করেন। তারা আউট হওয়ার পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় আফগানিস্তান। তবে ততক্ষণে পাকিস্তানকে চ্যালেঞ্জ করার মতো পুঁজি হয়ে যায় আফগানদের। এরপর ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৩ রানেই ৮ উইকেট হারায় পাকিস্তান। পনেরোতম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট তুলে নেন রশিদ খান। তখন নিশ্চিত হার জেনে গ্যালারি ছাড়তে শুরু করেন পাকিস্তানের সমর্থকেরা। এরপর ব্যাটিংয়ে আসেন হারিস রউফ। রশিদ খানের হ্যাটট্রিক বলটি কোনোমতে ঠেকান তিনি। এরপর চালান তাণ্ডব। ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হারিস রউফ। তবে এই ব্যাটারের লড়াই কাজে আসেনি পাকিস্তানের, হারের ব্যবধানটাই কমিয়েছে। এর আগে ফখর জামান ১৮ বলে ২৫, সালমান আগা ১৫ বলে ২০ ও সাহিবজাদা ফারহান ১৩ বলে ১৮ রান করেন। বল হাতে পাকিস্তানের হয়ে ২৭ রানে ৪ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। আফগানিস্তানের হয়ে সমান দুটি করে উইকেট নেন রশিদ খান, ফজল হক-ফারুকি, নুর আহমেদ, মোহাম্মদ নবি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স