ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট গড়ছে চীন

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৮:১২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৮:১২:৩১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট গড়ছে চীন
বিশ্বের ভবিষ্যৎ নিয়ে বৈশ্বিক নেতাদের সমাবেশ মানেই ওয়াশিংটন বা জাতিসংঘ সদর দপ্তর- এমন ধারণা ভেঙে দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন এবং গতকাল বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে সামরিক কুচকাওয়াজ ঘিরে ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আতিথ্য দিচ্ছেন তিনি। এর ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের এই পদক্ষেপে স্পষ্ট হয়ে পড়ছে বিপরীত জোগ গঠনের উদ্যোগ। এমনটাই বলা হয়েছে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, শি জিনপিংয়ের কাছে এই আয়োজন কেবল আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং এটি বিশ্বে চীনের নেতৃত্ব ও স্থিতিশীলতার প্রতীক। তার বক্তব্যে স্পষ্ট- আজকের অনিশ্চয়তার উৎস হলো যুক্তরাষ্ট্র, যারা বাণিজ্যযুদ্ধ শুরু করেছে এবং নিজেদের নিরাপত্তা জোটকে দুর্বল করছে। এই সমাবেশে অংশ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এমনকি পশ্চিমাপন্থি ভাবধারার দেশগুলোর মধ্য থেকেও কয়েকজন নেতা উপস্থিত হয়েছেন- যেমন তুরস্ক, মিশর ও ভিয়েতনাম। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি, যা দেশটির যুক্তরাষ্ট্র থেকে চীনের দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিত দিচ্ছে। এর পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্কনীতি এবং পাকিস্তানের প্রতি মার্কিন সমর্থন। বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের আমেরিকাবিরোধী জোট গঠনের প্রচেষ্টা একেবারেই অবাস্তব নয়। চীন এরই মধ্যে বিশ্বের অধিকাংশ দেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার, বিশেষ করে এই সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর। যুক্তরাষ্ট্র যখন শুল্ক ও নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ বাড়াচ্ছে, তখন চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত অর্থনীতি তুলনামূলক স্থিতিশীল বলেই মনে করছেন অনেকে। ডলারনির্ভর বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বিকল্প গড়ার প্রচেষ্টাও এ সম্মেলনে গুরুত্ব পাচ্ছে। রাশিয়া ও চীন এরই মধ্যে ডলার এড়িয়ে নিজস্ব মুদ্রায় লেনদেনে আগ্রহী। ইউরোপও ‘গ্লোবাল ইউরো’ ধারণা তুলছে। ফলে মার্কিন নিষেধাজ্ঞা প্রয়োগে আগ্রহী দেশগুলোর সংখ্যা ক্রমেই কমছে।
তবে সামরিক ক্ষেত্রে ঐক্য ততটা দৃঢ় নয়। ভারত কুচকাওয়াজে যোগ দিচ্ছে না, বরং সীমান্ত সংঘর্ষের কারণে চীনের সামরিক সম্প্রসারণের বিরোধিতা করছে। অন্যদিকে রাশিয়া ও উত্তর কোরিয়া মহাকাশ ও সামরিক প্রযুক্তিতে সহযোগিতা করছে, আর ইউক্রেন ইস্যুতে চীনের সমর্থনের বিনিময়ে রাশিয়া তাকে উন্নত প্রযুক্তি দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও নিয়মতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রেও শি জিনপিংয়ের ভাবনা সমালোচিত হচ্ছে। ‘ন্যায্য ও সমতাপূর্ণ বৈশ্বিক শাসনব্যবস্থা’ গড়ার নামে চীন এমন একটি কাঠামো চাইছে, যেখানে বড় শক্তিগুলো নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ পাবে। তবে এশিয়ার বহু দেশ চীনের কর্তৃত্বে পরিচালিত অঞ্চল চায় না। যদিও এসব দেশ নীতি ও স্বার্থে ভিন্ন ভিন্ন অবস্থানে, তবে আমেরিকাবিরোধী মনোভাব তাদের এক করেছে। বিশ্লেষকদের মতে, নানা মতভেদের মাঝেও একসঙ্গে এত নেতাকে এক জায়গায় আনা প্রমাণ করে, চীন এখন বৈশ্বিক পরাশক্তির ভূমিকায় নিজের অবস্থান শক্ত করছে। এটি এখনো নতুন বিশ্বব্যবস্থা নয়, তবে ট্রাম্প প্রশাসনের নীতি যুক্তরাষ্ট্রের স্বার্থে বড় ক্ষতি ডেকে আনছে- এ কথা স্পষ্ট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স