
পিএসসি নন-ক্যাডার পরীক্ষায় সাজেশন দেয়ার নামে প্রতারণা গ্রেফতার ১
- আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৪:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:২৪:৩৫ অপরাহ্ন


চাকরি প্রত্যাশীদের কাছে ভরসার জায়গা হয়ে ওঠা ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইমেইল-সেখানেই পাতানো হয়েছিল প্রতারণার ফাঁদ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নন-ক্যাডার পরীক্ষায় ‘৯০ শতাংশ কমন’ দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। শেষ পর্যন্ত সেই চক্রের মূলহোতা মতিউর রহমানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার গণমাধ্যমকে সিআইডি বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান জানান, চক্রটি ‘সিক্রেট সাজেশন শিট’ সরবরাহের নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। মতিউরের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকায়। সেখান থেকেই সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল তাকে গ্রেপ্তার করে। সাজেশন ব্যবসার নামে প্রতারণার এই চক্রটি পিএসসির বিভিন্ন নন-ক্যাডার পদের নিয়োগ পরীক্ষার আগে ফেসবুক পেজে সব চটকদার বিজ্ঞাপন দিত। এই বিজ্ঞাপনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আকৃষ্ট করে পরে বিভিন্ন নাম্বারে অর্থ সংগ্রহ করত চক্রটি। অনেকে টাকা পাঠালেও প্রতিশ্রুত তথ্য না পেয়ে প্রতারিত হচ্ছিলেন। বিষয়টি নজরে এলে পিএসসির পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর সিআইডির সাইবার পুলিশ সেন্টারে (সিপিসি) লিখিত অভিযোগ দেওয়া হয়। এর ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির মূলহোতা মতিউর রহমানকে শনাক্ত করে জামালপুর জেলা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে হয়েছে বলেও জানান জসীম উদ্দীন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ