ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৪:৩১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৪:৩১:০৭ অপরাহ্ন
পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করেন দলটির কর্মীরা। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে তারা পল্টন মোড় অবরোধ শুরু করেন। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তারা সড়ক ছেড়ে দেন। এর আগে অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিজয়নগরের আল রাজী কমপ্লেক্সের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন তারা। সমাবেশে থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ চৌদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়। আর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক সংহতি সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করেন রাশেদ খান। তিনি জানান, সেখানে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দল অংশ নেবে। গতকাল বুধবার বিকালে তিন দাবিতে ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে গণঅধিকার পরিষদ। বিকাল ৫টায় বিজয়নগর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পল্টন মোড়ে অবস্থান নেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে চার পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা ৬টায় জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করেন রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রমও দ্রুত নিষিদ্ধ করতে হবে। কারণ তারা এ দেশের দল নয়, ভারতের দল। শুধু তাই নয়, ফ্যাসিস্টের দোসর চৌদ্দ দলের শরিক দলগুলোকেও নিষিদ্ধ করতে হবে, না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি করায় সরকারকে ধন্যবাদ জানান রাশেদ খান। তিনি বলেন, আমাদের কার্যালয়ের দরজা ভেঙে হামলা করা হয়েছে। এ ধরনের ঘটনা আর হতে দেওয়া হবে না। অবরোধ কর্মসূচি করায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি। আমরা চাই না, আপনারা ব্যর্থ হন। আমরা চাইলে জাতীয় পার্টির কার্যালযের একটি ইটও থাকতো না। আমরা আইনকে অমান্য করিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপিত ফারুক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও দফতর সম্পাদক শাকিল উজ-জামানসহ কেন্দ্রীয় নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স