এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি
৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সারাইগাছি স্কুল মাঠে এই সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা গাজী আতাউর রহমান ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( খুলনা বিভাগ ) আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) মুফতি শেখ নুরুন্নবী এবং আরো জেলা, থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী ,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ ১ আসনের এমপি পদপ্রার্থী।
সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র কায়েম করা। ইসলামী রাষ্ট্র এবং হুকুমত প্রতিষ্ঠা করতে হলে এমনি এমনি প্রতিষ্ঠিত হবে না কাজ করতে হবে। এজন্যই অতীতে আমরা অনেক শাসনব্যবস্থা দেখেছি। তারা শুধু মানুষকে প্রলোভন দেখিয়ে নিজের অবস্থা পরিবর্তন করেছে গড়েছে কোটি কোটি টাকা ,সম্পদ ,বাড়ি ,গাড়ি। এতে করে নিজেদের ভাগ্যের উন্নয়ন হয়েছে দেশ ধ্বংসের দিকে পতিত হয়েছে। এবংদেশে খুন ,নির্যাতন, ডাকাতি ,ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে ।দেশের মানুষ কোন সুফল পায়নি ।তাই আমাদের সময় এসেছে ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করলেই আমরা ইসলামী সংবিধান প্রণয়ন করে ইসলাম ভিত্তিক দেশ পরিচালনা করতে পারব এবংদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে দেশের এই ক্লান্তিলগ্নে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
