ঢাকা , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চীন-রাশিয়া-ভারতের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক: ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ ভারত ভাগের ডাক নিরাপদ আশ্রয় মিলছে না গাজার কোথাও হাত নেড়ে বিদায় নিলেন মেসি স্লোভাকিয়ার কাছে হারের স্বাদ পেলো জার্মানি জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো স্পেন ব্রাজিলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল চিলি অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন রস টেলর রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রিটজকে রসের কোচ প্রশিক্ষণ কর্মশালা থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ নির্বাচনে অংশ না নেয়ার জন্য হুমকি দেওয়া হলো বুলবুলকে! সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল

রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রিটজকে

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৬:৫৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৬:৫৮:৫৯ অপরাহ্ন
রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রিটজকে
ওয়ানডে অভিষেকের শুরুটা অনেকেই ভালো করেন। কিন্তু ধারাবাহিকভাবে ভালো করেন কতখানি? দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকে যেন সবাইকে ছাড়িয়ে যেতেই এসেছেন। এখন পর্যন্ত পাঁচ ওয়ানডে ম্যাচ খেলেছেন, আর প্রতিটিতেই পেয়েছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা। এতে বিশ্ব রেকর্ডই করে ফেলেছেন তিনি। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডেতেই ৫০ ছাড়ানো ইনিংস খেললেন ব্রিটজকে। ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান পেছনে ফেলেছেন ভারতের নভোজিৎ সিং সিধুকে। ভারতীয় এই ব্যাটসম্যান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম চার ইনিংসেই ফিফটি পেয়েছিলেন। তবে চতুর্থ ফিফটিটি পেয়েছেন পঞ্চম ম্যাচে। তৃতীয় ম্যাচে ব্যাট করতে হয়নি তাকে। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্রিটজকের অভিষেক। লাহোরের সেই ম্যাচে ১৫০ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এর মাধ্যমে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েন ব্রিটজকে, ভাঙেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের রেকর্ড। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করার পর অস্ট্রেলিয়ার সফরে খেলা দুই ম্যাচে ৫৭ ও ৮৮ রান করেন ব্রিটজকে। এরপর গত বৃহস্পতিবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৫ রানে আউট হয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসে ব্রিটজকের ৪৬৩ রান, রেকর্ড এটিও। প্রথম পাঁচ ম্যাচে আর কারও ৪০০ রানও নেই। এর আগের রেকর্ডটা ছিল টম কুপারের ৩৭৪। ডাচ ব্যাটসম্যানের রেকর্ডটা চতুর্থ ইনিংসেই পেরিয়ে গিয়েছিলেন ব্রিটজকে। ওয়ানডে অভিষেকের মতো প্রথম দুই, তিন ও চার ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাও তার। ১৫০ রান নিয়ে ক্যারিয়ার শুরু করা ব্রিটজকে দুই ইনিংসে ২২৩ রান নিয়ে ভাঙেন হেইন্সের ১৯৫ রানের রেকর্ড। তিন ইনিংসে ২৯০ রান করে পেছনে ফেলেন ইংল্যান্ডের নিক নাইটকে (২৬৪)। চতুর্থ ইনিংস শেষে ভাঙেন অধিনায়ক টেম্বা বাভুমার রেকর্ড (২৮০)।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স