ঢাকা , সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আজ উৎসব ও শঙ্কার ডাকসু নির্বাচন নির্বাচনে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা : আইজিপি আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এখনও ২১.১ শতাংশ মানুষ নিরক্ষর দেশ এখনো নির্বাচনমুখী হতে পারেনি গায়েবি গ্যারান্টে ফাঁসানো হয়েছে ব্যবসায়ীকে নানা ইস্যুতে প্রশাসনে বাড়ছে হতাশা বাম্পার উৎপাদনের পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার নির্বাচনী সীমানা চূড়ান্তের পর বাড়ছে বিক্ষোভ-অসন্তোষ আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে তাহলে সমর্থন করছি : কাদের সিদ্দিকী বদরুদ্দীন উমর আর নেই কার্যক্রম বন্ধ থাকলেও তেল খরচ ৫ কোটি টাকা ছাত্রদল সমর্থিত প্যানেলের শপথবাক্য পাঠ অনিয়মের শঙ্কা শিক্ষক নেটওয়ার্কের, সতর্কতামূলক ১০ দাবি ইশতেহারে পুরোনো প্রতিশ্রুতি রাজধানীতে ভয়ঙ্কর মাদক কিটামিন উদ্ধার আগস্টে বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ থমথমে হাটহাজারী পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ভাসানী সেতুর বৈদ্যুতিক ক্যাবল চুরির মামলায় ২ আসামি কারাগারে বরগুনায় স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় নকল ঔষধ কারখানায় অভিযান

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৭:২৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৭:৫৮:০৯ অপরাহ্ন
পোরশায় নকল ঔষধ কারখানায় অভিযান

এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধ
আজ ৭ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২.৪৫ মিনিটে গোপন সংবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়াস্থ ভিলেজ এগ্রোভেট নামক প্রতিষ্ঠানে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।

টাস্কফোর্স অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার, পোরশা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম। এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: জাহাঙ্গীর আলম, ওষুধ প্রশাসন এর নওগাঁ জেলা কার্যালয়ের ড্রাগ সুপার জনাব শাকিব আহাম্মেদ, পুলিশবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় লাইসেন্স ব্যতীত পশু খাদ্য তৈরি, অনুমোদন ব্যতীত পশুদের প্রায় ৬২ রকমের মানহীন ফুড সাপ্লিমেন্ট/মেডিসিন তৈরি, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে প্রাণীসম্পদ কর্মকর্তা মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দাখিল করলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভিলেজ এগ্রোভেটের পরিচালক মোঃ রবিউল আউয়াল, পিতা: মো: মাইনুল ইসলামকে (তার উপর আনীত অভিযোগ সমূহ স্বীকার করায়) উক্ত আইনের ২০ ধারায় এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ অভিযানে মানহীন ও অনুমোদনহীন পশুখাদ্য তৈরি ও বাজারজাতকরণের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ পশুখাদ্য (ফুড সাপ্লিমেন্ট/মেডিসিন) জব্দ করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য অনুমোদনহীন ও মানহীন এসব পশুখাদ্য কুরিয়ারের মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হতো। 


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য