দশমিনা (পটুয়াখালী) থেকে সঞ্জয় ব্যানার্জী
দশমিনা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মেজবাহ উদ্দিন চেয়ার মার্কা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দশমিনা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে গত শুক্রবার সকাল ৮টায় দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মেজবাহ উদ্দিন চেয়ার মার্কা ও মো. আলাউদ্দিন ছাতা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন। মো. মেজবাহ উদ্দিন চেয়ার মার্কায় ১৬০ ভোট পেয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আলাউদ্দিন ছাতা মার্কায় ৭৭ ভোট পেয়েছেন।
জানা যায়, দশমিনা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মো. মেজবাহ উদ্দিন চেয়ার মার্কায় ১৬০ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আলাউদ্দিন ছাতা মার্কায় ভোট পেয়েছেন। উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক, ১০৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫৬টি মাদ্রাসার ২৩৭জন শিক্ষক-কর্মচারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক মো. রাজিব মিয়া সহ অন্যান্য সকল পদগুলো নির্বাচিত হয়। এ বিষয়ে শিক্ষক কর্মচারী ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন বলেন, আগামী দিনগুলোতে সকল সদস্যদের নিয়ে আমি কাজ করবো। সদস্যদের উপরে আমার আস্তা ও বিশ্বাস রয়েছে বলেই আমি আজ তাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
