ঢাকা , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভয়াবহ সহিংসতায় নিহত ২০ খেলাপি ঋণের অর্ধেকই উৎপাদনমুখী শিল্পে তিন বছরে দেশে স্বর্ণের দাম বেড়েছে ৯৫৫৫১ টাকা ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩ কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার প্রযুক্তিনির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ- পরিবেশ উপদেষ্টা জয়পুরহাটে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ আরও এক হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বরিশালে ৩৩ বছর আগে ডুবে যাওয়া বিদেশি জাহাজ উদ্ধার রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ বিআরটিএ অফিসে দালাল চক্রের কাছে গ্রাহকরা জিম্মি রুয়েটে ক্লাস করতে যাওয়া ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ এনআইডি সংশোধনের জটিল আবেদন শুনানি ব্যতীত সিদ্ধান্ত নয় কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জলবায়ু মোকাবিলায় সচেতনতা গড়ে তুলতে হবে- অর্থ উপদেষ্টা প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানে পিছিয়ে রয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা আজ উৎসব ও শঙ্কার ডাকসু নির্বাচন নির্বাচনে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা : আইজিপি আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

নানা ইস্যুতে প্রশাসনে বাড়ছে হতাশা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৭:১৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৭:১৩:৩৯ অপরাহ্ন
নানা ইস্যুতে প্রশাসনে বাড়ছে হতাশা
* প্রশাসনে উপসচিব, অতিরিক্ত সচিব পদোন্নতির বিষয়ে আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি
* বিভিন্ন ব্যাচের কর্মকর্তার মধ্যেও পদোন্নতি নিয়ে হতাশা রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) নিয়োগেরও সুরাহা হচ্ছে না
* কারো কারোর অভিযোগ, জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠনের পর বিষয়টির গতি আরও কমেছে

প্রশাসনে হতাশা বাড়ছে। প্রশাসনে উপসচিব, অতিরিক্ত সচিব পদোন্নতির বিষয়ে আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি। বিভিন্ন ব্যাচের কর্মকর্তার মধ্যেও পদোন্নতি নিয়ে হতাশা রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) নিয়োগেরও সুরাহা হচ্ছে না। কারো কারোর অভিযোগ, জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠনের পর বিষয়টির গতি আরও কমেছে। সব মিলিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রমে প্রশাসনে ক্ষোভ বাড়ছে। প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, গত ২০ মার্চ সরকার উপসচিব থেকে যুগ্মসচিব পদোন্নতি দেয়। তাতে ডিসির দায়িত্ব পালন করা ২১ উপসচিবও যুগ্মসচিব হন। তারপর চার মাস পেরিয়ে গেলেও সরকার নতুন ডিসি দিতে পারেনি। আর সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব এবং যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদোন্নতির বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনাই চলছে। পদোন্নতি নিয়ে সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) একাধিক বৈঠক করেছে। কিন্তু এখনো আলোর মুখ দেখেনি কোনো পদোন্নতিই হয়নি। তা শুধু আলোচনাতেই সীমাবদ্ধ। ফলে প্রশাসনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
সূত্র জানায়, সরকার চার মাসের বেশি সময়েও সমন্বয়হীনতার কারণে নতুন ডিসি নিয়োগ দিতে পারেনি। কয়েকটি কারণে ডিসি নিয়োগে জটিলতা তৈরি হয়েছে। উপদেষ্টারা পছন্দের কর্মকর্তাদের নাম প্রস্তাব করছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাদের পছন্দের তালিকায় কয়েকজনের নাম রয়েছে । জনপ্রশাসন সচিবসহ এসএসবির সদস্যদের দু-এক জনের নাম পছন্দের তালিকায় রয়েছে। তাছাড়া জনপ্রশাসনসংক্রান্ত কমিটির পছন্দ-অপছন্দের প্রার্থীও রয়েছে। সব মিলে তালিকা লম্বা হওয়ায় সমন্বয় করতে  জটিলতা দেখা দিয়েছে। ডিসি নিয়োগ নিয়ে গত বছর নানান অভিযোগ ওঠে কেলেঙ্কারির। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় এবার যাতে কোনো অভিযোগ না ওঠে সেজন্য সতর্কতা অবলম্বন করছে। জাতীয় সংসদ নির্বাচন মাথায় রেখেই সরকার নতুন ডিসিদের মাঠে পাঠাবে। এখন যাঁরা ডিসি হিসেবে মাঠে যাবেন তাঁরাই নির্বাচনের দায়িতে থাকবেন। চলতি আগস্টে যুগ্মসচিবদের প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ দেয়া হতে পারে বলে জানা যায়।
সূত্র আরো জানায়, শিগগিরই ৩০তম ব্যাচের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি হওয়ার হওয়ার কথা। তারপরই হতে পারে ২০তম ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। পদোন্নতি নিয়ে অতিসম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এসএসবি বৈঠক করেছে। প্রশাসনে বর্তমান অতিরিক্ত সচিবের ২১২ পদে ৩৫৮ জন কর্মকর্তা আছেন। যুগ্মসচিবের ৫০২ পদে রয়েছেন ১ হাজার ২৮ জন। সুপারনিউমারারি পদসহ উপসচিবের অনুমোদিত পদসংখ্যা ১ হাজার ৪২০। বিপরীতে ১ হাজার ৪০০ জন কর্মরত আছেন।
এদিকে প্রশাসন সংশ্লিষ্টদৈর মতে, নিয়মিত পদোন্নতি না হলে হতাশার পাশাপাশি কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেয়। পদোন্নতি দিতে গড়িমসি করা, পদায়ন ঝুলিয়ে রাখা ভালো লক্ষণ নয়। প্রশাসনে স্থবিরতা দেখা দেয়। পাশাপাশি পদোন্নতিপ্রত্যাশীদের মনোবল ভেঙে অধৈর্য হয়ে যায়। এগুলো দ্রুত করা জরুরি। দুর্বল প্রশাসনে যদি অস্থিরতা দেখা দেয় তাহলে আরো দুর্বল হয়ে যাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স