২০২৫ এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন মার্কিন পপ তারকা লেডি গাগা। নিউইয়র্কের ইউবিএস এরেনায় তিনি মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেন। তবে ব্যস্ততার কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয় তাকে। গাগা জানান, একই রাতে ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে তার মেহেম বল কনসার্টের আয়োজন ছিল। তিনি বলেন, ‘আমি চাইতাম সব থেকে অসাধারণ পারফরমেন্স দেখতে, কিন্তু আমাকে এখনই কনসার্টের জন্য যেতে হবে।’ ভিএমএ এবং কনসার্ট দুটিই রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও, গাগা তার শো রাত ৯টা ৩০ মিনিটে শুরু করেন। এজন্য ভিএমএ শুরুর মাত্র ১৫ মিনিট পরেই তাকে অনুষ্ঠান ছাড়তে হয়। অল্প সময়ের উপস্থিতিতেই গাগা তার বক্তব্যে শিল্পীর দায়িত্ব ও শিল্পের শক্তি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘শিল্পী হওয়া মানে মানুষের আত্মাকে যুক্ত করা, তাদের স্বপ্ন দেখতে মনে করিয়ে দেওয়া এবং হাসি, কান্না, নাচ কিংবা উচ্ছ্বাসের মাধ্যমে কমিউনিটি তৈরি করা।’ গাগা এই পুরস্কার উৎসর্গ করেন তার বাগদত্তা মাইকেল পোলানস্কিকে, যিনি তার মেহেম বল অ্যালবামের একাধিক গানে কাজ করেছেন। এবারের ভিএমএ অনুষ্ঠানে গাগা, ব্রুনো মার্স, কেন্ড্রিক লামার ও রোজে শীর্ষ মনোনয়নে ছিলেন। ব্রুনো মার্স এ বছর গাগার সঙ্গে ডাই উইথ আ স্মাইল এবং রোজের সঙ্গে এপিটি গান প্রকাশ করে দারুণ সফলতা পান। দুটি গানই বিলবোর্ড হট ১০০ তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নেয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
