মেহেরপুর থেকে আমিরুল ইসলাম অল্ডাম
মেহেরপুরের গাংনীতে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে বাড়ির পাশে নির্মাণাধীন একটি ঘরে ডেকে জোরপূবক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কন্যাশিশুর মা বাদী হয়ে আকাশ (২০) নামের এক যুবককের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ষোলটাকা ইউনিয়নে। গাংনী থানা পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে আকাশ (২০) প্রতিবেশীর ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে ফুঁসলিয়ে ডেকে স্থানীয় ইউনুস আলীর নির্মাণাধীন ঘরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। কন্যাশিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত আকাশ সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পরিবারের লোকজন আকাশকে হেমায়েতপুর বাজার থেকে ধরে গ্রামে নিয়ে আসে।
পরে তাকে গাছে বেঁধে চড় থাপ্পড় মেরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে আপস- মীমাংসার চেষ্টা চলেছে। নির্যাতনের শিকার শিশুটির মা সোমবার ৮ সেপ্টেম্বর বাদী হয়ে থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন।
এ বিষয়ে গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়েরর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আকাশকে আটক করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
