শেরপুর থেকে জি এইচ হান্নান
স্কিন কেয়ার, কসমেটিক্স এবং রূপচর্চার আধুনিক সামগ্রীর বিশ্বখ্যাত ব্র্যান্ড হারল্যান-এর শো-রুম উদ্বোধন হয়েছে শেরপুরে। ১০ সেপ্টেম্বর শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা শহীদ বুলবুল সড়কের মোজাম্মেল টাওয়ারের নীচতলায় হারল্যারে এ শো-রুমটি ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব ফ্যাশনের স্বত্বাধিকারী আলহাজ মাহবুব আলম। এসময় হারল্যান ব্র্যান্ডের হেড অব সেলস মাসুদ আহমেদ, জেলা কসমেটিক্স সমিতির সভাপতি আব্দুল হাই, শেরপুর গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মাশুকুর রহমান, মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ বুলবুল সড়কের ব্যবসায়ীবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। শেরপুরের এ শো-রুমে হারল্যান ব্র্যান্ডের নিজস্ব কসমেটিক্স, স্কিনকেয়ার, বেবী কেয়ার, হোম কেয়ার, মেডিকেটড প্রোডাক্ট এবং ত্বক পরীক্ষা করে রূপচর্চার প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়ের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন পরিচালনাকারীরা। তারা জানান, বাংলাদেশে এ হারল্যান ব্যান্ডটির মার্কেটিং স্বত্বে রয়েছে ওয়ালটন। উদ্বোধনের পর থেকেই হারল্যান শো-রুমটিতে ভিড় করেন আগ্রহী ক্রেতা সাধারণ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
