জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের পেশাগত মনোন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় এ উপলক্ষে পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বক্তব্য রাখেন পিআইবির পরিচালক (প্রশাসন) তৌহিদুল আনোয়ার, প্রশিক্ষক সিনিয়র রিচার্স অফিসার গোলাম মুর্শেদ, ডেফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ্? আলম, দৈনিক জনতা পত্রিকার চিফ ফটো সাংবাদিক এবং জুলাই যোদ্ধা মো. আব্দুল হালিম, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের বার্তা সম্পাদক জুলাই যোদ্ধা আল হেলাল, সংবাদ সারাবেলা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আফতাব উদ্দীন প্রমুখ। এর আগে গত ৯ সেপ্টেম্বর সকাল ৯টায় তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবা। এ প্রশিক্ষণের দ্বিতীয় দফায় (৯-১১ সেপ্টেম্বর ২০২৫) সারাদেশের মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন, যারা গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত হন। সমাপনী বক্তব্যের এক পর্যায়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকদের গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কলমের শক্তি ব্যবহার করতে হবে-ফিচার লিখে, তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করে কিংবা কাউন্টার ইতিবাচক সাংবাদিকতা গড়ে তুলে, তাদের সোচ্চার ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ঘটনাপ্রবাহের তুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ছিল অনেক বড়। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের উচিত ডিজিটাল সাংবাদিকতায় আরও দক্ষতা অর্জন করা। এই তিন দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন, যা ভবিষ্যতে যেকোনো প্রতিকূল পরিস্থিতি আরও দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সহায়ক হবে। পিআইবির মহাপরিচালক বলেন, সামনে জাতীয় নির্বাচন। যেকোনো মূল্যে অপতথ্য রুখে দিতে হবে-হোক সেটা ইন্টারনেট, কিংবা এআই প্ল্যাটফর্ম। জুলাই গণঅভ্যুত্থানের পরও আমরা দেখতে পাচ্ছি, জুলাইয়ের ঘটনার নানা বিকৃত রূপ এখনও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সত্যকে প্রতিষ্ঠিত করা এবং জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করা। এই লক্ষ্য অর্জনে ডিজিটাল সাংবাদিকতার কৌশল ব্যবহার করে তাৎক্ষণিকভাবে তথ্য যাচাই ও প্রচার করতে হবে। মাঠপর্যায়ে পাওয়া সত্যকে দ্রুত জনগণের সামনে তুলে ধরাই হবে অপতথ্য মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায়। প্রশিক্ষণটিতে ডিজিটাল সাংবাদিকতা, প্রয়োজনীয় অ্যাপস, টুলস, মাইক্রোফোন বা হেডফোন ব্যবহার করে অডিও ধারণ, ভিডিও শুট ও এডিট, সাংবাদিকতার নৈতিকতা, ট্রমা মোকাবেলা- এসব বিষয়ের উপর বিশেষ সেশন পরিচালিত হয়। প্রশিক্ষণে সম্মানীত প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-এর অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী, ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট শাফাত রহমান, ফ্যাক্টচেকার রিদওয়ান ইসলাম প্রমুখ। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

পিআইবি’র উদ্যোগে ৩ দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন
- আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:১১:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:১১:৩৪ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ