নির্বাচন কমিশনের (ইসি) সাত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করেছে ইসি। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এই সাত কর্মকর্তাকে বদলি করে ইসি। ইসি জানায়, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলমকে বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এ ছাড়া, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক মো. আতিয়ার রহমানকে বদলি করে একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শাখার পরিচালক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. আনিছুর রহমানকে বদিল করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

৭ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি
- আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:১৮:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:১৮:০৭ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ