ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রশাসনের সংস্কার না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন : ফয়জুল করিম ৭ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বদলি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ বিচারপতি মানিক ও সাবেক অর্থমন্ত্রীর স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে দুদকের ২ মামলা মেয়াদোত্তীর্ণ কনটেইনারে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর সুষ্ঠু নির্বাচন নিয়েই জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ-সালাহউদ্দিন গাজীপুরে ভাগ্নের হাতে মামা খুন নেপথ্যে মাদক বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫ আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সারা দেশে ল্যাবএইডের স্বাস্থ্যসেবা পিআইবি’র উদ্যোগে ৩ দিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ধনী ব্যক্তিদের টার্গেট করতো সূচনা ফাউন্ডেশন হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার প্রতিদিন আসছে ১৩৮১ কোটি টাকার প্রবাসী আয় পিটার হাসের কোম্পানি থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার লোকসানে পঙ্গু হয়ে পড়ছে আলু চাষীরা শেরপুরে বিশ্বখ্যাত হারল্যান ব্র্যান্ড শো-রুম উদ্বোধন ফুলবাড়ীতে ইয়ামিন অনুমোদনহীন মরিচ ও হলুদের গুড়ার ছড়াছড়ি চাঁদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রশাসনের সংস্কার না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন : ফয়জুল করিম

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:১৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:১৯:৫১ পূর্বাহ্ন
প্রশাসনের সংস্কার না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন : ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, আমরা সব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছি। আগামীতে ইসলামের পক্ষে একটি ব্যালট বাক্স দেওয়ার চেষ্টা করবো। তবে এখনকার প্রশাসনের অবস্থা এমন যে, এই প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের সংস্কার না হলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। গতকাল বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, আমরা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি। আমরা মনে করি, পিআর পদ্ধতির নির্বাচনই বাংলাদেশে সবচেয়ে নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা। এ পদ্ধতিতে কোনো ফ্যাসিস্ট শক্তি তৈরি হবে না, বরং একটি জাতীয় ঐক্যমতের সংসদ গঠিত হবে। যেখানে সব আদর্শের মানুষ প্রতিনিধিত্ব করতে পারবে। এখানে পেশিশক্তির ব্যবহার, কেন্দ্র দখল বা কালো টাকার প্রভাব থাকবে না। ডাকসু নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, ডাকসু নির্বাচনে বাম-রামদের নিপাত ঘটেছে, ভারতপন্থীরা চিরতরে কবরস্থ হয়েছে। আমরা মনে করি, সেখানে ইসলামের উত্থান ঘটেছে। সলিমুল্লাহ তার ওয়াকফকৃত জমিতে মুসলমানদের জন্য যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে দীর্ঘদিন আমরা কোণঠাসা ছিলাম। মুসলমানদের সঠিকভাবে চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। এবার নির্বাচনের মাধ্যমে বামদের পতন ঘটেছে এবং ইসলামপন্থীরা বিজয় অর্জন করেছে। তিনি আরও বলেন, ক্যারিয়ার শুধু খাওয়া-পরার জন্য নয়। মৌমাছি কিংবা পিঁপড়াও আমাদের চেয়ে ভালোভাবে খাবার সংগ্রহ করতে পারে। তাই ক্যারিয়ারের মূল উদ্দেশ্য হওয়া উচিত দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন। অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে ও শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর। অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর বলেন, সব বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা ৩৪ বছর পেরিয়ে ৩৫ বছরে পদার্পণ করেছি। আমরা সত্য, শুদ্ধতা ও স্নিগ্ধতার পথিক। আপনারা আমাদের জানুন, বুঝুন, পড়ুন এবং দেশ গড়তে আমাদের সহযোগিতা করুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আহম্মদ আলী, ডা. এইচ. এম. মোতাজুল করিম, আশিকুল ইসলাম, আহমাদ আব্দুল জলিল, অ্যাডভোকেট জমারত আলী (অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল), মোহাম্মদ হিরা সরকার, আলহাজ্ব আনোয়ার খান এবং আলহাজ্ব মো. নুর আলম বিশ্বাস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ