ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন মানসিকভাবে ভেঙে পড়েছেন জামাল ভূঁইয়ারা হিজাব পরায় হেনস্থার শিকার হয়েছিলেন উসমান খাজার মা! প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছেনা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট অর্ধশত উইকেটের ক্লাবে পা রাখলেন রিশাদ জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো টাইগাররা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি তিন শিক্ষক মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো ভোটগ্রহণ ইয়াকুবের পেটে গুলি লেগে বেরিয়ে যায় ভুঁড়ি প্রাণ হারান ইসমামুলও সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো অন্তর্বর্তী সরকারপ্রধান নিয়ে ঐকমত্য হয়নি প্রেসিডেন্টের আশ্বাস ট্রাম্প-মোদীর সম্পর্কের বরফ গলছে ঢাকায় ১৯ মি.মি বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা টেকনাফের জলসীমায় হঠাৎ বেপরোয়া আরাকান আর্মি বেকারত্বের শীর্ষে ঢাকা ২য় স্থানে চট্টগ্রাম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা
বিমানবন্দর ডমেস্টিক টার্মিনালের সামনে কোমর পানি

ঢাকায় ১৯ মি.মি বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:০২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:০২:৩৪ অপরাহ্ন
ঢাকায় ১৯ মি.মি বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি
রাজধানীতে তীব্র গরমের মাঝেই গতকাল বৃহস্পতিবার হঠাৎ বৃষ্টি হয়েছে। গতকাল বিকেলে স্বল্প সময়ের এই বৃষ্টিতে আবহাওয়া অধিদফতর ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে অল্প সময়ের বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী ও পথচারীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে টানা বৃষ্টিতে রাজধানীর উত্তরা, বিমানবন্দর ডমেস্টিক টার্মিনালের সামনে, মিরপুর, কালশী, হাতিরঝিল, মৌচাক, শান্তি নগর, সিদ্ধেশ্বরী রোড, মগবাজারের ওয়ারলেস রেলগেট এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। হাতিরঝিলের বাসিন্দা গোলাম সরোয়ার জানান, টানা ১০ মিনিট বৃষ্টি হলেই এলাকায় পানি জমে যায়। বাচ্চাদের নিয়ে স্কুল যাওয়া-আসায় কষ্ট হয়। নোংরা পানিতে হাটতে হয়। ড্রেনগুলোতে পলিথিন, যার ফলে পানি দ্রুত নামে না।
অন্যদিকে মালিবাগে বাসায় ফেরার পথে সমস্যায় পড়েন কলেজশিক্ষার্থী নুসরাত জাহান। তিনি বলেন, সিদ্ধেশ্বরী মৌচাক এলাকায় একটু বৃষ্টি হলে আর হাঁটার উপায় থাকে না। রাস্তার ও বিভিন্ন জায়গায় খানাখনন্দ। বৃষ্টি হলেই বের হওয়া কঠিন হয়ে যায়।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনালের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুষলধারে বৃষ্টির পর এই জলাবদ্ধতা দেখা দেয়। এতে টার্মিনালে যানবাহন ঢুকতে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে টানা ৩০ মিনিট বৃষ্টি হয়। এ কারণে বিমানের বলাকা ভবনের পেছন দিয়ে ডমেস্টিক টার্মিনালে ঢোকার সড়কে পানি জমে যায়। এরপর থেমে থেমে আরও কয়েক দফায় বৃষ্টি হলে ওই সড়কে কোমরসমান পানি জমে। এর মধ্যে কয়েকটি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে সড়কে বন্ধ হয়ে আছে। টার্মিনালে ঢুকতে বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা গেছে যাত্রীদের।
যদিও গত ১৭ মার্চ বিমানবন্দর রেলস্টেশন-সংলগ্ন আশকোনা রেলগেট এবং এর আশপাশের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছিলেন, বর্ষা মৌসুমে এয়ারপোর্ট-আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনে বেবিচক, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন একযোগে কাজ করবে। তার এ কথার ছয় মাস পরও এ এলাকায় জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেনি ডিএনসিসি। আবার মূল কাজটি সিভিল অ্যাভিয়েশনের হলেও এ বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। এ বিষয়ে জানতে বেবিচকের প্রধান প্রকৌশলী জাকারিয়া হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক কর্মকর্তা বলেন, এই সড়কের পাশেই আশকোনো হজ ক্যাম্প থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত টানেলের কাজ চলছে। এ কারণে বৃষ্টির পানি অপসারণের অনেকগুলো লাইন বন্ধ হয়ে গেছে। ফলে ভারী বর্ষণ হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় ডমেস্টিক টার্মিনালের সামনে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জবির বলেন, ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যেটুকু হয়েছে ভারী বৃষ্টি হয়েছে। আজ আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই ভারী বৃষ্টির ফলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স