ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন মানসিকভাবে ভেঙে পড়েছেন জামাল ভূঁইয়ারা হিজাব পরায় হেনস্থার শিকার হয়েছিলেন উসমান খাজার মা! প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছেনা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট অর্ধশত উইকেটের ক্লাবে পা রাখলেন রিশাদ জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো টাইগাররা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি তিন শিক্ষক মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো ভোটগ্রহণ ইয়াকুবের পেটে গুলি লেগে বেরিয়ে যায় ভুঁড়ি প্রাণ হারান ইসমামুলও সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো অন্তর্বর্তী সরকারপ্রধান নিয়ে ঐকমত্য হয়নি প্রেসিডেন্টের আশ্বাস ট্রাম্প-মোদীর সম্পর্কের বরফ গলছে ঢাকায় ১৯ মি.মি বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা টেকনাফের জলসীমায় হঠাৎ বেপরোয়া আরাকান আর্মি বেকারত্বের শীর্ষে ঢাকা ২য় স্থানে চট্টগ্রাম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

হিজাব পরায় হেনস্থার শিকার হয়েছিলেন উসমান খাজার মা!

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫৩:০৩ অপরাহ্ন
হিজাব পরায় হেনস্থার শিকার হয়েছিলেন উসমান খাজার মা!
ভারতের বিপক্ষে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির সবগুলো ম্যাচই ছিল উত্তেজনায় ঠাসা। জমজমাট এ সিরিজ মাঠে বসে দেখতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজার মা। ২০২৪-২০২৫ মৌসুমে অনুষ্ঠিত সিরিজের বক্সিং ডে টেস্টে (পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্ট) এই ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন খাজা নিজেই। গতকাল আজ শুক্রবার প্রকাশিত ‘এ ন্যাশনাল রেসপন্স টু ইসলামোফোবিয়া’ নামের একটি প্রতিবেদনে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন ৩৮ বছর বয়সী খাজা। তিনি জানান, তার মা ফোজিয়া তারিক এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়েছিলেন। তখন শুধুমাত্র হিজাব পরার কারণে দুজন যুবক তাকে লক্ষ্য করে গালিগালাজ করে। সেই প্রতিবেদনে খাজা লেখেন, ‘আজকের সমাজে ঘৃণা সর্বত্র ছড়িয়ে আছে। গত বছরের বক্সিং ডে টেস্টে আমার মা নিজেই সেটা অনুভব করেছেন। তিনি সবসময় পরিবারের সঙ্গে আমাকে খেলতে দেখতে আসেন। যা সবসময় আমাদের জন্য আনন্দের মুহূর্ত। কিন্তু এবার কেবলমাত্র হিজাব পরার কারণে দুজন যুবক তার পিছনে দাঁড়িয়ে অশ্লীল গালি দিতে শুরু করে।’ তিনি আরও জানান, এই ঘটনায় তার মা ভীষণ ভয় পান এবং হতবাক হয়ে যান। নিরাপত্তাকর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে এবং অভিযুক্তদের আটক করে পুলিশ ডাকেন। তবে তার মা কোনো ব্যবস্থা নিতে বা বিষয়টি প্রকাশ করতে চাননি। এ বিষয়ে খাজার ভাষায়, ‘আমার মায়ের আত্মা এত মহান যে তিনি বলেন, আমি এক ঘটনার জন্য এই ছেলেদের জীবনের ক্ষতি করতে চাই না।’ বাঁহাতি এই অজি ওপেনার জানান, ঘটনা জানার পর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। কিন্তু মায়ের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে বিষয়টি সতীর্থদের কাছ থেকেও গোপন রেখেছিলেন। গর্বিত মুসলিম হিসেবে খাজা দীর্ঘদিন ধরেই মানবাধিকার ইস্যুতে সরব। বছর দিয়েক আগে নিজের জুতায় ‘সব জীবনই সমান গুরুত্বের’ এবং ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ এই বাক্যগুলোর সঙ্গে ফিলিস্তিনি পতাকা এঁকে মাঠে নেমেছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স