ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন মানসিকভাবে ভেঙে পড়েছেন জামাল ভূঁইয়ারা হিজাব পরায় হেনস্থার শিকার হয়েছিলেন উসমান খাজার মা! প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছেনা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট অর্ধশত উইকেটের ক্লাবে পা রাখলেন রিশাদ জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো টাইগাররা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি তিন শিক্ষক মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো ভোটগ্রহণ ইয়াকুবের পেটে গুলি লেগে বেরিয়ে যায় ভুঁড়ি প্রাণ হারান ইসমামুলও সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো অন্তর্বর্তী সরকারপ্রধান নিয়ে ঐকমত্য হয়নি প্রেসিডেন্টের আশ্বাস ট্রাম্প-মোদীর সম্পর্কের বরফ গলছে ঢাকায় ১৯ মি.মি বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা টেকনাফের জলসীমায় হঠাৎ বেপরোয়া আরাকান আর্মি বেকারত্বের শীর্ষে ঢাকা ২য় স্থানে চট্টগ্রাম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

মানসিকভাবে ভেঙে পড়েছেন জামাল ভূঁইয়ারা

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫৪:৪৬ অপরাহ্ন
মানসিকভাবে ভেঙে পড়েছেন জামাল ভূঁইয়ারা
নেপালে ভয়াবহ পরিস্থিতির মধ্যে কয়েকদিন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। হোটেলবন্দি জীবন, বাইরে টানা বিক্ষোভ আর সহিংসতার দৃশ্য; সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। দেশে ফিরলেও তাদের ভেতরে রয়ে গেছে অস্বস্তি আর আতঙ্কের ছাপ। এই পরিস্থিতি থেকে দ্রুত বের করে আনতে খেলোয়াড়দের জন্য মনোবিদের সহায়তা নিশ্চিত করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংগঠনের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়কে মনো-পরামর্শ দেওয়া হবে। তার ভাষায়, “আমাদের চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে মানসিক সাপোর্ট ও সাইকোলজিক্যাল কোচিং থাকবে। যাদের সরাসরি প্রয়োজন হবে, তাদের বিশেষ সহায়তা দেওয়া হবে। এমনকি যাদের দৃশ্যত কোনো সমস্যা নেই, তাদেরও আমরা মূল্যায়ন করব। কারণ, এই ধরনের অভিজ্ঞতা শারীরিক ও মানসিক ধাক্কা দিয়ে যায়।” তিনি আরও জানান, পুরো ঘটনাতেই ফেডারেশন ছিল সতর্ক। দলের হোটেলের কাছেই আগুন লাগার ঘটনা ঘটে, এমনকি বিক্ষোভকারীরা হোটেলে প্রবেশের চেষ্টাও করেছিল। এ কারণেই বিকল্প আশ্রয়স্থলের পরিকল্পনাও আগেভাগেই করে রেখেছিল বাফুফে। এই অভিযানে শুধু ফুটবলাররাই নন, দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ, কর্মকর্তা এবং কাঠমান্ডুতে সংবাদ সংগ্রহে যাওয়া ১৭ জন সাংবাদিককেও দেশে ফিরিয়ে আনা হয়েছে। মোট ৩৭ জনের এই যাত্রা সফলভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন বাফুফে সভাপতি। তাবিথ আউয়াল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী ও আর্মড ফোর্সেসের প্রতি, যারা বিশেষ ফ্লাইটের মাধ্যমে ২০ ঘণ্টার ভেতর সবাইকে নিরাপদে ফিরিয়ে এনেছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের অবদানও তুলে ধরেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স