গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় দুদু বলেন, জাতীয় নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠী নতুন নতুন বয়ান দিচ্ছে। কীভাবে নির্বাচন বন্ধ করা যায়, তা নিয়েই তারা নানা বক্তব্য দিচ্ছে। তবে গণতন্ত্রের অগ্রগতির জন্য নির্বাচনের বিকল্প কোনো পথ নেই। বিগত সময়ে নির্বাচনের নামে ভণ্ডামি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন নির্দিষ্ট সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে। বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছুই ফয়সালা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু
- আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০১:১৭:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০১:১৭:১০ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ