ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মালয়েশিয়া প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু ইসির যমুনা ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৫৯ কোটি টাকা আত্মসাৎ, আসামি ৩১ জন টানা ১৪ দিনের দীর্ঘ ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন টেলিকম নীতিমালা ঝুঁকিপূর্ণ রাজধানীতে কিশোর গ্যাংয়ে বাড়ছে অপরাধ দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল টাকার আর্থিক অনিয়ম সোনা চোরাচালানে জড়িয়ে পড়ছে বিমানের ক্রুরা ডাকসু-জাকসুতে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে জয়ী করেছে কর্তৃপক্ষ-রিজভী কারাবন্দিদের সাজার মেয়াদ কমবে-স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিবেন পররাষ্ট্র উপদেষ্টা জাপা ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের খিলগাঁওয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিয়েতে বাধা দেওয়ায় প্রেমিকাকে খুন, গ্রেফতার ৩ রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার অস্ত্র মামলায় সুব্রত বাইনের জামিন নামঞ্জুর, অভিযোগ গঠন ১৫ অক্টোবর অনলাইনে আয়কর রিটার্ন জমার সফটওয়্যার উদ্বোধন প্রথম দিনে মনোনয়ন তুললেন ২৮ প্রার্থী

উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৬:৫৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৬:৫৬:৪৬ অপরাহ্ন
উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল
৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। গত শনিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় (১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, তিস্তা ও দুধকুমার নদীর পানি ইতোমধ্যেই বাড়ছে। ধরলা নদীর পানি আপাতত স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে তিস্তা বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে চার জেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ফলে এই সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। গঙ্গা ও পদ্মার পানিও বাড়তে পারে, কিন্তু তা বিপৎসীমা অতিক্রম করবে না। এছাড়া সুরমা-কুশিয়ারা নদীর পানি এবং সিলেট অঞ্চলের সারিগোয়াইন, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের সাঙ্গু নদীর পানি ইতোমধ্যে বেড়েছে, তবে মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা ও মাতামুহুরীর পানি হ্রাস পেলেও আবারও বাড়তে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স