ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় আসন বিন্যাস নিয়ে উত্তেজনা, থানায় হামলা–অগ্নিসংযোগ ওরিয়েন্টেশনে চমক দেখালো ডিএমআরসি গাংগুরিয়া ডিগ্রী কলেজে নবীন বরণ ও শুভ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত মালয়েশিয়া প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু ইসির যমুনা ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৫৯ কোটি টাকা আত্মসাৎ, আসামি ৩১ জন টানা ১৪ দিনের দীর্ঘ ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন টেলিকম নীতিমালা ঝুঁকিপূর্ণ রাজধানীতে কিশোর গ্যাংয়ে বাড়ছে অপরাধ দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল টাকার আর্থিক অনিয়ম সোনা চোরাচালানে জড়িয়ে পড়ছে বিমানের ক্রুরা ডাকসু-জাকসুতে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে জয়ী করেছে কর্তৃপক্ষ-রিজভী কারাবন্দিদের সাজার মেয়াদ কমবে-স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিবেন পররাষ্ট্র উপদেষ্টা জাপা ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের খিলগাঁওয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিয়েতে বাধা দেওয়ায় প্রেমিকাকে খুন, গ্রেফতার ৩ রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

ওরিয়েন্টেশনে চমক দেখালো ডিএমআরসি

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৪৪:৪১ অপরাহ্ন
ওরিয়েন্টেশনে চমক দেখালো ডিএমআরসি
লাল গোলাপ আর রজনী গন্ধা ফুল দিয়ে ওরিয়েন্টেশনে অংশ নেয়া শিক্ষার্থীদের বরণ করে চমক দেখিয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এদিন লাল গোলাপ উপহার দিয়ে তাদের স্বাগত জানানো হয়। এদিন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
গতকাল সোমবার রাজধানীর ডেমরা কাঠেরপুল এলাকায় অবস্থিত ডিএমআরসি কলেজ মাঠ প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ডিএমআরসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  ড. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন,কো চেয়ারম্যান কথাসাহিত্যিক আফরোজা রহমান লতা। এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহারুল হক চৌধুরী, কোরিয়ান স্কিন ডক্টর এবং প্রমোশনাল অ্যাম্বাসেডর প্রফেসর ডক্টর মোছেস চু, শামসুল হক খান স্কুল এন্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমি ইচ্ছে করলে অন্য কোন ব্যবসায় জড়িত হয়ে টাকা উপার্জন করে ধন-সম্পদের মালিক হতে পারতাম। কিন্তু আমি তা করিনি। তিনি বলেন, আমি শিক্ষা অর্জনের ফ্যাক্টরি করে তৈরি করেছি। এখান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষা ও জ্ঞান অর্জন করে জীবনকে আলোকিত করতে পারবে এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারবে। তিনি আরও বলেন, আমি চেয়েছি সমাজকে আলোকিত করতে দেশকে আলোকিত করতে দেশের মানুষকে আলোকিত করতে। তাই আমি শিক্ষার আলো ছড়াতে সারা জীবন নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ড.মাহবুবুর রহমান মোল্লা বলেন, শামসুল হক খান স্কুল এন্ড কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল এবং ভবিষ্যতে থাকবে। এ দুটি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শিক্ষা ও জ্ঞান অর্জন করে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবে এটাই আমার প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স