
৫ নভেম্বর পটিয়া অটো-টেম্পো সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া অটো টেম্পো, টেক্সী সিএনজি, রাভী, টাটা এইচ, মাহিন্দ্রা পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতির এি-বার্ষিক নির্বাচন আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। দক্ষিণ চট্টগ্রামের সাবেক সদর মহকুমা পটিয়া অটো টেম্পো সমিতির নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পটিয়া টেম্পো সমবায় সমিতির কার্য়লয় হচ্ছে পটিয়া সরকারি কলেজ পূর্ব গেট হাজী কবির মার্কেটে। যার রেজিমেন্টের নং- ৭৩৫০/৩১০। বিগত ৩৫ বছর পটিয়া অটো টেম্পো সমিতি নির্বাচনের মাধ্যমে তাদের শ্রমিক নেতৃত্ব নির্বাচিত করে আসছে। অন্তবর্তীকালীন সরকার ক্ষমতাই আসলে এর কিছু দিন পর ৬ মাসের জন্য এড হক কমিটি গঠন করে। যার ধারাবাহিকতায় প্রযোজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের আয়োজন করে বর্তমান এড হক কমিটি। বিষয়টি নিশ্চিত করেন একাধিক টেম্পো সমিতির সংশ্লিষ্টরা। ১৩ সেপ্টেম্বর এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে সমিতির সকল সদস্যগণদের অবগতির জন্য জানান, আগামী ১৫ নভেম্বর ২০২৫ ইং রোজ শনিবার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা। উক্ত নির্বাচন ও সাধারণ সভা কর্ণফুলী কমিউনিটি সেন্টারে আগামী ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয় সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির বিধিমালা অনুযায়ী দুই মাস আগে ঘোষণা নির্বাচনের ঘোষণা দেওয়া নিয়ম মানা হয়েছে বলে টেম্পো সমিতির নেতৃবৃন্দ সূত্রে প্রকাশ। উক্ত নির্বাচন ও সাধারণ সভায় প্রত্যেক (কার্ডধারী) সদস্যদের সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকার সময়ে উপস্থিত থেকে তাদের মূল্যাবান ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচিত করা জন্য জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট নির্বাচন আয়োজকরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ