ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বউ-শাশুড়ির মৃত্যু আহত ৮ ঢামেক হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের ৫ জনের মৃত্যু ওসির পর গোয়ালন্দের ইউএনও বদলি দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার অনুষ্ঠানের সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা উন্নত জীবনের নিশ্চয়তায় বাড়ছে বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আগামীর বাংলাদেশ হবে সকলের : কর্নেল আজাদ রামগতিতে ভুলুয়া নদীর ভাঙন রোধে মানববন্ধন সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ নাটোর মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট লালমনিরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি নেয়ার অভিযোগ সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস ও শামুক পাচারে নতুন আতঙ্ক চান্দিনায় খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগ সিরাজদিখানে ৩ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র বেনাপোলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ১ আমতলীতে যৌথবাহিনীর অভিযানে ৯ গাড়িতে মামলা ও ৩ গাড়ি আটক ৫ নভেম্বর পটিয়া অটো-টেম্পো সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন লক্ষীপুরের কামানখোলা জমিদার বাড়িকালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে ভাঙ্গায় আসন বিন্যাস নিয়ে উত্তেজনা, থানায় হামলা–অগ্নিসংযোগ ওরিয়েন্টেশনে চমক দেখালো ডিএমআরসি

সিরাজদিখানে ৩ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১১:৫০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১১:৫০:০৭ পূর্বাহ্ন
সিরাজদিখানে ৩ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) থেকে লতা মণ্ডল সিরাজদিখানে আমেরিকান ডলার সরবরাহের প্রলোভন দেখিয়ে এক প্রতারকচক্রের হাতে সর্বস্বান্ত হয়েছেন এক ভুক্তভোগী। ডলার দেওয়ার কথা বলে নিজ এলাকায় ডেকে নিয়ে আশরাফুল আলম শেখ ও মো. মনির হোসেনর ৩ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ডলার প্রতারক চক্র। গত শুক্রবার সকালে উপজেলার মদ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রতারণার শিকার আশরাফুল আলম শেখ সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার বিস্তারিত জানা গেছে, সম্প্রতি প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নিকট আমেরিকান ডলার আছে বলে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। দুই একটি ডলার দেখিয়ে অল্প দামে বেশি ডলার দেওয়ার প্রতি শ্রুতি দিয়ে তারা কৌশলে বিশ্বাস অর্জন করে নেয়। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে নগদ ও বিকাশ হিসাবের মাধ্যমে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। কিন্তু টাকা নেওয়ার পর থেকে প্রতারকরা আর যোগাযোগ করছে না। মোবাইল ফোনও বন্ধ করে দিয়েছে তারা। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আশরাফুল আলম শেখ ও তার বন্ধু মো. মনির হোসেন জানান মধ্যপাড়া মালপদিয়া গ্রামের একত্রে ব্যাবসা করতেন দুই বন্ধু। মনির হোসেনের বাড়ির কেয়ারটেকার কুড়িগ্রাম জেলার খালেক শেখ, দীর্ঘদিন যাবত তার বাড়িতেই থাকেন। এক পর্যায়ে প্রতারক খালেক শেখ মনির হোসেনকে বলে তার বোন ঢাকায় যে বাড়িতে কাজ করতো গত ৫ আগস্টের পরে সেই বাড়ি থেকে তার বোন দুই ব্যাগ ভর্তি আমেরিকান ডলার এনেছে। আমার বোনের কাছে আমেরিকান ডলার আছে। কিন্তু তারা গরীব মানুষ হওয়ায় ডলারগুলো বিক্রি করতে পারছে না। আশরাফুল আলম শেখ ও মনির হোসেন সেই কথা বিশ্বাস করে কুড়িগ্রাম জেলার ভুরঙ্গমারী থানার ভুড়িমারি গ্রামের আজাহার শেখের ছেলে খালেক শেখ একই এলাকার মোসলেম ও কামাল হোসেনকে ৩ লাখ ৭০ হাজার টাকাসহ ডলারের জন্য ভুড়িমারি পাঠায়। গত শুক্রবার সকালে সিরাজদিখান থেকে তারা কুড়িগ্রাম জেলার ভুরঙ্গমারী থানার ভুড়িমারি গ্রামে যান। বেলা ১১টায় তাদের সঙ্গে দেখা করে খালেক ও প্রতারক চক্রের হোতা মোসলেম ও কামাল হোসেন। তাদের বাড়িতে না নিয়ে তাদের সোনাহাট ডিগ্রী কলেজ গেইটে একটি দোকানে বসিয়ে রাখেন। ওইদিন বাড়ি থেকে ডলারের ব্যাগ এনে দিচ্ছি বলে তাদের হাত থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে দ্রুত কেটে পড়ে তারা। এরপর থেকেই তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে ফিরে এসে গত রোববার সিরাজদিখান থানায় খালেক শেখ, মোসলেম ও কামাল হোসেনর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে প্রতারক খালেক শেখ, মোসলেম ও কামাল হোসেনর সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর বলেন, প্রতারক চক্রকে ধরতে অভিযান অব্যাহত আছে। প্রতারক চক্রের কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুতই তাদের আইনের মুখোমুখি দাঁড় করানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য