ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে দুদকে জিজ্ঞাসাবাদ নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে সজাগ থাকতে হবে-ডিএমপি কমিশনার বউ-শাশুড়ির মৃত্যু আহত ৮ ঢামেক হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের ৫ জনের মৃত্যু ওসির পর গোয়ালন্দের ইউএনও বদলি দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার অনুষ্ঠানের সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা উন্নত জীবনের নিশ্চয়তায় বাড়ছে বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আগামীর বাংলাদেশ হবে সকলের : কর্নেল আজাদ রামগতিতে ভুলুয়া নদীর ভাঙন রোধে মানববন্ধন সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ নাটোর মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট লালমনিরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি নেয়ার অভিযোগ সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস ও শামুক পাচারে নতুন আতঙ্ক চান্দিনায় খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগ সিরাজদিখানে ৩ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র বেনাপোলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ১ আমতলীতে যৌথবাহিনীর অভিযানে ৯ গাড়িতে মামলা ও ৩ গাড়ি আটক ৫ নভেম্বর পটিয়া অটো-টেম্পো সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি নেয়ার অভিযোগ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি নেয়ার অভিযোগ
গোপালগঞ্জ থেকে মো. সাইফুর রশিদ চৌধুরী ‘বিনামূল্যে শিক্ষা’ কর্মসূচির স্পষ্ট নির্দেশনা অমান্য করে গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গত ১৯ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ রয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় উলপুর ক্লাস্টারের ২৮টি এবং সাহাপুর ক্লাস্টারের ৩৬টি মোট ৬৪টি বিদ্যালয়ে ২য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। অথচ সরকারের নীতিমালায় (পরিপত্র) স্পষ্টভাবে উল্লেখ আছে, কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে কোনো প্রকার ফি আদায় করা যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক জানান, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশেই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। কেউ আবার একে ‘অনুদান’ হিসেবে দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন। উলপুর ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ রাজু আহমেদও বিষয়টি স্বীকার করে বলেন, ‘হ্যাঁ, আমি টাকা নিতে বলেছি। তবে সেটা ফি নয়, অনুদান।’ তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সহকারী শিক্ষা কর্মকর্তার এমন নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই। সদর উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা জানান, এ বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোছনা খাতুন দায় এড়িয়ে মন্তব্য করেন, এটা উপজেলা শিক্ষা অফিসারের বিষয়। এদিকে অভিযোগটি জানার পরপরই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বিনামূল্যে শিক্ষার ঘোষণা দিলেও বাস্তবে সন্তানদের পরীক্ষায় বসাতে টাকা দিতে হচ্ছে। না দিলে নানা অজুহাতে বাচ্চাদের হয়রানি করা হয়। সচেতন মহল মনে করছে, সরকারি প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এভাবে প্রকাশ্যে অর্থ আদায়ের ঘটনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাই প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপই এ অনিয়ম রোধের একমাত্র উপায়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য