
ঢামেক হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের ৫ জনের মৃত্যু
- আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০১:৫২:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০১:৫২:৪০ অপরাহ্ন


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচ জন মারা গেছে। গত রোববার সকালে জন্ম নেওয়ার পর গতকাল সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ঢামেক ও একটি বেসরকারি হাসপাতালে একে একে তাদের মৃত্যু হয়। জীবিত থাকা শেষ নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক। নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া গত রোববার সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জন্ম দেন। তারা সবাই অপরিণত অবস্থায় (২৭ সপ্তাহ পূর্ণ) জন্ম নেওয়ায় এবং ওজন এক কেজির কম হওয়ায় জন্মের পরপরই আইসিইউতে রাখা হয়। ঢামেকের নবজাতক বিভাগে তিনটি ও একটি বেসরকারি হাসপাতালে তিনটি শিশুকে ভর্তি করা হয়। প্রথমে ঢামেকে একজন, পরে বিভিন্ন সময়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে পাঁচজনের মৃত্যু হয়। বর্তমানে এক নবজাতক ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। নবজাতকের মা মোকসেদা আক্তার প্রিয়ার ননদ লিপি বেগম জানান, শেষ নবজাতকের অবস্থাও ভালো নয়। পরিবারের পক্ষ থেকে সবার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। চিকিৎসকরা জানান, অপরিণত বয়সে জন্ম ও ওজন এক কেজির কম থাকায় ছয় নবজাতকের জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে। জন্মের পর থেকেই তাদের অবস্থা ছিল সংকটাপন্ন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ