ঢাকা , শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শহরজুড়ে গেট ও তোরণ দৃষ্টি নন্দন সাজে জেলাজুড়ে উৎসবের আমেজ ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৬৪৭ এনজিও’র কর্মী পরিচয়ে হাতিয়ে নিলেন ১০ লক্ষাধিক টাকা জাহাজীকরণ পাটের রফতানিতে অনুমতি লাগবে না আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা গেল ১২শ’ কেজি ইলিশ বিজিবিতে চাকরি পেলেন ফেলানীর ভাই ৪ মাজারে হামলা ভাঙচুর আগুন ব্যাংকার পরিচয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার তুরাগে কাঁশবন থেকে নারীর পচাগলা মরদেহ উদ্ধার লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি নরসিংদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত দাবি না মানলে ২৮ সেপ্টেম্বর হরতাল ১৭ বিয়ে’ করে বরখাস্ত সেই বন কর্মকর্তাকে জনরোষ থেকে বাঁচালো পুলিশ চড়া দামে ছোট হচ্ছে সোনার বাজার হুমকির মুখে তিস্তা দ্বিতীয় সেতু-সড়ক ড্রেজিং সক্ষমতা কাজে লাগাতে পারছে না বিআইডব্লিউটিএ চাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ৫ ছাত্রী বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে-গোলাম পরওয়ার দুর্গাপূজা ঘিরে পাশের দেশ মিথ্যাচার করছে- স্বরাষ্ট্র উপদেষ্টা লক্ষ্মী নারায়ণ জিও ঠাকুর মন্দিরে শ্রাবন্তী সরকার রিতুর আত্মার শান্তি কামনা প্রার্থনা সভা অনুষ্ঠিত

আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের ঘোষণা দিল তালেবান সরকার

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৫২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৫২:১৯ অপরাহ্ন
আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের ঘোষণা দিল তালেবান সরকার
উত্তর আফগানিস্তানের পাঁচটি প্রদেশে ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান প্রশাসন। স্থানীয় সময় গত বুধবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, অনৈতিক কার্যকলাপ রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাটি উত্তরাঞ্চলের কুন্দুজ, বাদাখশান, বাগলান, তাখার এবং বালখ প্রদেশে কার্যকর হবে। এই এলাকাগুলো উত্তর আফগানিস্তানের জনবহুল কেন্দ্রগুলোকে ঘিরে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে দেওয়া সমস্ত ইন্টারনেট সংযোগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও, সেলফোন ডেটা পরিষেবায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে। তবে প্রদেশগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যেই সব ফাইবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘অনৈতিক কার্যকলাপ রোধ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় কাজের জন্য একটি বিকল্প ব্যবস্থা চালু করা হবে। ’ফাইবার সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় অফিস, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ইন্টারনেটবিহীন হয়ে পড়েছে। এর আগেও দেশটিতে অনলাইনে পর্নোগ্রাফি ও নারী-পুরুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তালেবান। ২০২১ সালে আফগানিস্তান দখলের পর ইন্টারনেট ব্যবহারের ওপর এবার বড় ধরনের এই নিষেধাজ্ঞা দিল তালেবান সরকার।  আফগানিস্তানে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ এই পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলেছেন। তিনি বলেন, ‘যদি পর্নোগ্রাফি সত্যিই উদ্বেগের বিষয় হয়, তবে সহজেই ফিল্টার করে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। ইসলামী বিশ্বের অনেক দেশ ঠিক সেটাই করে।’ গত বছরের শেষ দিকে তালেবান আনুষ্ঠানিকভাবে নৈতিকতা রক্ষার নানা কঠোর নিয়ম চালু করে। এর মধ্যে রয়েছে নারীদের মুখ ঢেকে রাখা, পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করা এবং গাড়ি চালকদের সংগীত বাজানো নিষিদ্ধ করা। নারীদের ওপর তালেবানের বিধিনিষেধ ও মতপ্রকাশের স্বাধীনতার দমন নিয়ে মানবাধিকার সংগঠন ও অনেক বিদেশি সরকার তীব্র সমালোচনা করে আসছে। এর আগে, তারা মেয়েদের উচ্চবিদ্যালয়ে যাওয়া বন্ধ ও বিভিন্ন ক্ষেত্রে নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ নিয়েছে। সূত্র : রয়টার্স, সিএনএন 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স